North Bengal Disaster: উত্তরবঙ্গে BJP নেতারা আক্রান্ত, সেলিম বললেন, 'খগেন মুর্মু-শঙ্কর ঘোষ একসময় বামপন্থী ছিলেন..'
MD Salim Adhir On Khangen Murmu Shankar Ghosh: ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে বিজেপির সাংসদ ও বিধায়ক, তীব্র নিন্দা করছে সিপিএম এবং কংগ্রেস, কী বললেন সেলিম ও অধীর ?

শিলিগুড়ি: ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে বিজেপির সাংসদ ও বিধায়ক। গুন্ডামির শিকার হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদার সাংসদ খগেন মুর্মু। মাথা ফেটে গেছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর। এই ঘটনার তীব্র নিন্দা করছে সিপিএম এবং কংগ্রেস।
'খগেন মুর্মু -শঙ্কর ঘোষ একসময় বামপন্থী ছিলেন, তার মধ্যে রয়ে গেছে..'
এদিন মহম্মদ সেলিম বলেন, 'এমন অবস্থা হয়েছে, যে সরকারি তন্ত্র এবং দলতন্ত্রের মধ্য়ে কোনও তফাৎ নেই। তৃতীয়ত বিরোধী রাজনীতিক কেউ হলেই, যাতে কোনও পরিসর সে না পায়। এটা একটা স্বৈরাতান্ত্রিক প্রবণতা। উত্তরপ্রদেশে যখন..আক্রমণের ঘটনা ঘটে, দুর্যোগ ঘটে, সেখানে বিরোধীরা কেউ যাবেন না। তাঁদেরকে মিথ্যে মামলায় ফাঁসাতে হবে। আর পশ্চিমবঙ্গে যদি এমন কোনও ঘটনা ঘটে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও একদম আরএসএস-র প্রেসক্রিপশন অনুযায়ী সেই একই কাজ করবেন । এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উৎসর্গ করবেন, নিজে নাচবেনও, নিজে গাইবেনও। আবার যা কিছু করার, তিনিই করবেন, অন্য কেউ করবে না। রাজনৈতিকভাবে খগেন মুর্মু বা শঙ্কর ঘোষ একসময় বামপন্থী ছিলেন। তার মধ্যে কিছু রয়ে গেছে, বীজের মধ্যে। যেমন আক্রান্ত হলে, দুর্যোগ হলে, যেমন আমাদের লোক নেমেছে, সেরকম নামতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, হয় শাসকদলের এমএলএ-এমপি-রা করবেন, আর না হলে কেউ করবেন না। এটা আমাদের রাজ্যের সংষ্কৃতির বিরুদ্ধে এবং মানবিকতার বিরুদ্ধে।'
'আমি নিজেও করব না, কাউকে করতেও দেব না, এই যদি সরকারি অ্যাটিটিউড হয়, সেটা কখনও সমর্থনযোগ্য নয়..'
অধীর চৌধুরী বলেন, 'যেমন বন্যা হলে, বিপদে যারা পড়ে, তাঁদের কোনও, জাত-ধর্ম-বর্ণ-পার্টি থাকে না। তেমনই সাহায্য করার সময়ও, জাত-ধর্ম-বর্ণ-পার্টির বিভাজন না করাটাই উচিত বলে মনে করি। এটা করার মধ্য দিয়ে, আর কিছু না, আমরা সংকীর্ণতাতে প্রকাশ করতে পারি। এখন কথা হচ্ছে যে, আমি নিজেও করব না, কাউকে করতেও দেব না। এই যদি একটা সরকারি অ্যাটিটিউড হয়, সেটা কখনও সমর্থনযোগ্য নয়। একথা বলা মানে এটা নয়, বিজেপির পক্ষে কথা বলছি। না, আমি ঘটনাটার পক্ষে-বিপক্ষে কথা বলছি। এই পলিটিক্সটা কিন্তু সংকীর্ণ পলিটিক্স। এই ধরণের রাজনীতি যারা করেন, তাঁদের আমি বিরোধীতা করি।'






















