North Dinajpur Crime News: দোকানদারের সঙ্গে গন্ডগোলের জের, উত্তর দিনাজপুরে চলল ছররা গুলি! আহত ২
Islampur : গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
সুদীপ চক্রবর্তী, মালিগাঁও (উত্তর দিনাজপুর) : সারের দোকানের মালিকের সঙ্গে গন্ডগোলের জেরে মঙ্গলবার বিকালে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) মালিগাঁওতে চলল ছররা গুলি (Shotgun)। যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা। চোপড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের ছররা গুলিতে আহত হয়েছেন ২ জন। তাঁদের চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে (Islampur Sub-Division Hospital) নিয়ে যাওয়া হয়। আহতরা জানিয়েছেন, সার ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোলের সময় আচমকা ছররা গুলি চলে। পায়ে গুলি লাগে তাঁদের। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানান, দু’জনের নাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজ চলছে। প্রয়োজনে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ তদন্ত করবে।
এদিন সন্ধের মুখে এভাবে গন্ডগোলের পর ছররা গুলি চলা ও তাতে দু'জনের আহত হওয়া ঘিরে গোটা এলাকার পরিস্থিতি হয়ে ওঠে বেশ উত্তপ্ত। যার জেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছল চোপড়া থানার পুলিশ। বিশাল পুলিশবাহিনী গিয়ে এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
এদিকে, ছাগলে মাঠের ধান খেয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ। আহত দু'পক্ষের প্রায় ৮ জন। ঘটনাটি ইলামবাজার থানার পাইকুনি ও নৃপতি গ্রামের৷ মাঠের ধানও লুঠ করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে, হাত-পায়ে আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় দুপক্ষের ৬ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । অভিযোগ ইলামবাজার থানার নৃপতি গ্রামের মাঠের ধান পাইকুনি গ্রামের ছাগল খেয়ে নেয়৷ এই অভিযোগ কয়েক দিন ধরেই ছিল৷ ছাগল চরাতে গ্রামের মাঠে নিয়ে আসা হয়৷ সেই সময় ধান খেয়ে নেয় ছাগলে৷
পাশাপাশি দুই গ্রামের উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে ধান লুটের অভিযোগ তুলে এই নিয়েই শুরু হয় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ৷ বাঁশ-লাঠি নিয়ে দুই পক্ষের লোকজন চড়াও হয় একে অপরের উপর৷ গ্রামের মাঠে চলতে থাকে সংঘর্ষ৷ খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশ কোনওক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও থমথমে হয়ে রয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।