Durgapur Incident: 'অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি', দুর্গাপুরের ঘটনায় মমতাকে বার্তা ওড়িশার মুখ্যমন্ত্রীর
Paschim Burdwan News: RG কর-কাণ্ডের ছায়া এবার দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে। ক্যাম্পাসের কাছেই ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জাই, কলকাতা : দুর্গাপুরে ওড়িশার পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, 'পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক ওড়িয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনা দুর্ভাগ্যজনক। অত্যন্ত নিন্দনীয় এবং বেদনাদায়ক। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। ওড়িশা সরকারের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে।'
RG কর-কাণ্ডের ছায়া এবার দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে। ক্যাম্পাসের কাছেই ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। নির্যাতিতা দুর্গাপুরের IQ সিটি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের MBBS পড়ুয়া। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ তিনি সহপাঠীর সঙ্গে বাইরে খেতে গিয়েছিলেন। ফেরার সময় ২-৩ জন যুবক রাস্তা আটকায়। ডাক্তারি পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে, নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর সঙ্গে থাকা সহপাঠীকেও সন্দেহের বাইরে রাখছে না অভিযোগকারিণীর পরিবার।
ওড়িশা থেকে মেয়েকে এ রাজ্যে পড়তে পাঠিয়েছিলেন। সেখানে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবা বলেন, যা দেখলাম, এখানে মেয়ে সুরক্ষিত নেই। তার বন্ধু কে একজন বাইরে নিয়ে গেল। আমার কথা হচ্ছে, ওই ছেলেটা সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কীভাবে বাইরে গেল ?
এদিন মৌন প্রতিবাদ করেন দুর্গাপুরের IQ সিটি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। বিক্ষোভকারী এক ইন্টার্ন বলেন, প্রপার ইমপার্শিয়াল এনকোয়ারি একটা দরকার। যেখানে একটা প্রপারভাবে ইনভেস্টিগেশন হবে, যেখানে একটা সমাধান আসবে।
অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা। তবে গোটা বিষয়টা নিয়ে কলেজ কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অন্যদিকে দুর্গাপুর নিউটাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তে বেশ কিছু তথ্য উঠে এসেছে। নির্যাতিতার সঙ্গীর ভূমিকা এবং সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনা নিয়ে সরব হয়েছে জাতীয় মহিলা কমিশনও।






















