Coromandel Express Accident: ট্রেন দুর্ঘটনায় এখনও নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনার আবু তাহের শেখ, পরিচয়পত্র নিয়ে হাজির আত্মীয়
Train Accident: ওড়িশার বাহানাগায় আবু তাহেরের পরিচয়পত্র নিয়ে হাজির তাঁর আত্মীয়। এখনও কোনও খোঁজ মেলেনি। যত সময় গড়াচ্ছে, তত বাড়ছে উদ্বেগ।
কলকাতা: চেন্নাইয়ে ( রাজমিস্ত্রির কাজ করেন দক্ষিণ ২৪ পরগনার বারাণসীর আবু তাহের শেখ। গতকালের দুর্ঘটনার (Coromandel Express Accident) পর থেকে আর তাঁর কোনও খোঁজ নেই। ওড়িশার বাহানাগায় আবু তাহেরের পরিচয়পত্র নিয়ে হাজির তাঁর আত্মীয়। এখনও কোনও খোঁজ মেলেনি। যত সময় গড়াচ্ছে, তত বাড়ছে উদ্বেগ।
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: সাঁইথিয়াকাণ্ডের স্মৃতি ফিরল বালেশ্বরে। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বহু মানুষ। লাইনচ্য়ুত হল দুটি ট্রেনের ১৭টা কামরা। অন্য় ট্রেনের লাইনচ্য়ুত কামরায় সজোরে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এই ছবিগুলোই বলে দেয়, ধাক্কার অভিঘাত কতটা মারাত্মক ছিল। সংঘর্ষের তীব্রতায় পাশে দাঁড়ানো মালগাড়ির বগির ওপরে ছিটকে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের বগি। করমণ্ডল এক্সপ্রেসের বেশিরভাগ কামরা লাইনচ্য়ুত হয়। খেলনার মতো উল্টে পাল্টে যায় কামরাগুলো। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের দুটো কামরা লাইনচ্য়ুত হয়। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, প্রচণ্ড গতিতে এসে লাইনচ্য়ুত সেই দুটি কামরায় ধাক্কা মারে। ধাক্কার চোটে করমণ্ডল এক্সপ্রেসের ১৫টা কামরা লাইনচ্য়ুত হয়। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি। ভেঙে বেরিয়ে আসে লোহার সিঁড়ি। কামরার ভিতরের অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারতে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই আবহেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে নাশকতার ইঙ্গিত উঠে এল (Odisha Train Accident)। এর মধ্যে নিশ্চয়ই কিছু রয়েছে, ভাল করে সবদিক খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), যিনি দীর্ঘ দিন রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। আর তাতেই নাশকতার তত্ত্ব মাথাচাড়া দিতে শুরু করেছে- (Coromandel Express Accident)।
এরপর সরাসরি রেলমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, "আপনি বিষয়টি দেখুন। আমার কাছে খবর আছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র ছিল না। যা ঘটে গিয়েছে, ঘটে গিয়েছে। এতগুলি প্রাণ তো আর ফিরবে না! কিছু বলার ভাষা নেই। কিন্তু এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। ভাল করে সবদিক খতিয়ে দেখতে হবে। এতগুলি মানুষের প্রাণ চলে গিয়েছে।" এ দিন রেলেরও তীব্র সমালোচনা করেন মমতা। বলেন, "রেল বিভাগকে গুরুত্ব দেওয়া হয় না। এই ঘটনায় চূড়ান্ত গাফিলতি রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভাবা হয় না। খুব খারাপ পরিস্থিতি। দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র করে দিয়ে এসেছিলাম আমি। সেটা থাকলে দুর্ঘটনা ঘটত না।"
আরও পড়ুন: Skin Care Tips: জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?