Calcutta High Court: একের পর এক খুন! ১ দিনে, জোড়া CBI-তদন্তের দাবিতে মামলা দায়ের হাইকোর্টে
CBI তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ময়নায় নিহত বিজেপির বুথ সভাপতির ছেলে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালে ময়নাতদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা।
সৌভিক মজুমদার, আবীর দত্ত ও আশাবুল হোসেন, কলকাতা: এক দিনে, জোড়া CBI-তদন্তের (CBI Investigation) দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে) (Calcutta Highcourt)। CBI তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ময়নায় নিহত বিজেপির (BJP) বুথ সভাপতির ছেলে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালে ময়নাতদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, CBI তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করেছে কালিয়াগঞ্জের নিহত যুবকের পরিবারও।
বাবার মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে, হাইকোর্টে মামলা করলেন ময়নায় নিহত বিজেপি বুথ সভাপতির ছেলে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালে বাবার দেহের ময়নাতদন্তের আর্জিও জানিয়েছেন তিনি। অন্য়দিকে, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে খুন হওয়া রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারও।
এক দিনে, জোড়া CBI-তদন্তের দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। CBI তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ময়নায় নিহত বিজেপির বুথ সভাপতির ছেলে। অন্যদিকে, CBI তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করেছে কালিয়াগঞ্জের নিহত যুবকের পরিবারও।
পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হয়েছেন বিজেপির বুথ সভাপতি। পঞ্চায়েত ভোটের আগে, এই ঘটনায় তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। এই অবস্থায়, খুনের তদন্তভার সিবিআই-এর হাতে দেওয়ার জন্য় হাইকোর্টে মামলা করলেন নিহতের ছেলে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালে ময়নাতদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা
পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তাঁদের দাবি, যে মর্মে তাঁরা অভিযোগ দায়ের করতে চাইছেন, তা গ্রহণ করছে না পুলিশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, ইতিমধ্যে বিজয়বাবুর ছেলে প্রসেনজিৎ কলকাতা হাইকোর্টে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাসপাতালে ময়নাতদন্ত করতে দেব না। কেন্দ্রীয় সরকারের হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে। বাড়িতে নিরাপত্তা দিতে হবে। সিবিআই তদন্ত করতে হবে।
আরও পড়ুন: Moyna BJP Bandh : ১২ ঘণ্টার বন্ধে সকাল থেকে উত্তেজনা, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, এল জলকামান
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, সারাদিন কাজ করে যেন সন্ধের পর ভালো থাকি তার ব্যবস্থা করুন।আমাদের জীবন ফেরার আসামীর থেকেও খারাপ। খুনি ঘুরে বেড়াচ্ছে আমরা ভয়। এটা কোন বাংলা।
সম্প্রতি, পুলিশের বিরুদ্ধে রাজবংশী যুব মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। এদিন, দাদার মৃত্যুতে CBI-তদন্ত চেয়ে, মামলা দায়েরের অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন নিহতের ভাই মৃণালকান্তি বর্মন।বিচারপতি রাজাশেখর মান্থার অনুমতি পাওয়ার পর, দায়ের হয়েছে মামলা।