RG Kar Update: আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ১ বছর, ৯ অগাস্ট ফের রাত দখল, 'কালীঘাট চলো'-র ডাক অভয়া মঞ্চের
One Year of RG Kar Doctor Death: CGO অভিযান... 'কালীঘাট চলো' থেকে ফের রাত দখলের ডাক। আর জি কর-কাণ্ডের এক বছরে ত্রিফলা আন্দোলনের ঘোষণা করল অভয়া মঞ্চ

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও আশাবুল হোসেন, কলকাতা: অগাস্টে তিন তিনটি কর্মসূচির ঘোষণা করল অভয়া মঞ্চ। পয়লা অগাস্ট CGO অভিযান, ৯ অগাস্ট, 'কালীঘাট চলো' এবং ১৪ই অগাস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হল। এদিকে, 'কালীঘাট চলো'র অনুমতি না মেলায় ফের কলকাতা পুলিশকে ইমেল করল 'অভয়া মঞ্চ'।
CGO অভিযান... 'কালীঘাট চলো' থেকে ফের রাত দখলের ডাক। আর জি কর-কাণ্ডের এক বছরে ত্রিফলা আন্দোলনের ঘোষণা করল অভয়া মঞ্চ। ৯ অগাস্ট, আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ১ বছর। ওইদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। আর কালীঘাট চলোর ডাক দিয়েছে অভয়া মঞ্চ!
তার আগের রাতে শ্যামবাজারে জমায়েতের ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এই অবস্থায়, শুক্রবার মৌলালী যুবকেন্দ্রে গণ কনভেনশন করে তিন কর্মসূচির ঘোষণা করল অভয়া মঞ্চ। চল্লিশের বেশি গণসংগঠন, যারা এই অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদের প্রতিনিধিরা এখানে এসেছিলেন। এই গণ কনভেনশন থেকে পয়লা অগাস্ট CGO অভিযান, ৯ অগাস্ট, 'কালীঘাট চলো' এবং ১৪ই অগাস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হল।
অভয়া মঞ্চের সদস্য আর্য বন্দ্যোপাধ্যায় বলছেন, 'এতগুলো সংগঠনকে একত্রিত করা হচ্ছে, ১ অগাস্ট, সিজিও অভিযান, ৯ অগাস্ট, কালীঘাট চলো, ১৪ অগাস্ট রাত দখলের ডাক'। এদিকে, ৯ অগাস্ট, 'কালীঘাট চলো'র অনুমতি না মেলায় ফের কলকাতা পুলিশকে ইমেল করল 'অভয়া মঞ্চ'। ওই দিন, হাজরা থেকে হরিশ মুখার্জী রোড দিয়ে মিছিলের অনুমতি চেয়েছিল 'তারা। সেই মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। ইমেল করে কলকাতা পুলিশ জানিয়েছে, ওই অঞ্চলে ভারতীয় ন্যায় সংহিতা বা BNSS এর ১৬৩ ধারা চালু রয়েছে। ওই রুটে কোনও রকম মিছিল, র্যালি, জমায়েত, মিটিং এবং বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। এই ধরনের কোনও কর্মসূচি ওই এলাকায় গুরুতর আইন-শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি করবে এবং এলাকার শান্তি বিঘ্নিত হবে। প্রশাসনের অনুমতি ছাড়া এই কর্মসূচি যদি ওই এলাকায় করা হয়, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও ইমেলে উল্লেখ করেছে কলকাতা পুলিশ।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যুগ্ম আহ্বায়ক পূণ্যব্রত গুণ বলছেন, 'আমরা ফের ইমেইল করেছি। আমরা যাব। আমরা অনুমতি চাইনি। জানিয়েছি। আবার ইমেইল পাঠিয়েছি জানতে কবে থেকে বি এন এস ১৬৩ হল।' রুট বদলে, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল এবং শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে সমাবেশ করার প্রস্তাব দিয়েছে কলকাতা পুলিশ। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য অনিকেত মাহাতো বলছেন, 'এটা কোনও ভাবে কাম্য নয়। প্রতিবাদে বাধা দিতে পারে না। পুলিশ বলতে পারে না কিভাবে আন্দোলন হবে ইত্যাদি।'
কলকাতা পুলিশ সূত্রে দাবি, নতুন করে কোনও ইমেলে আবেদন করা হলে সেটা খতিয়ে দেখা হবে।























