Padatik Express: ইঞ্জিন বিকলের জের, রানিনগর স্টেশনে আটকে পদাতিক এক্সপ্রেস
Train Service Disruption: রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: শিয়ালদা থেকে ছাড়া পদাতিক এক্সপ্রেস রানিনগর স্টেশনে আটকে। ইঞ্জিন বিকলের কারণে আটকে রয়েছে এক্সপ্রেস ট্রেন। আড়াই ঘণ্টার উপর আটকে রয়েছে। চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। কোচবিহার যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ট্রেনে আটকে রয়েছেন তিনিও।
চলন্ত ট্রেনে ইঞ্জিন বিকল। জলপাইগুড়ির রানিনগর স্টেশনে আড়াই ঘণ্টারও বেশি দাঁড়িয়ে কলকাতা থেকে ছাড়া পদাতিক এক্সপ্রেস। শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আলিপুরদুয়ার হয়ে নিউ কোচবিহারে যায় এই ট্রেন। যাত্রীদের অভিযোগ, রানিনগর স্টেশনে বিকল হয়ে যায় পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।






















