Panchayat Election 2023: ভোট সন্ত্রাসের বলি স্কুল ছাত্র, নিহতের পরিবারকে ফোন রাজ্যপালের
Panchayat Poll 2023: ভোট-হিংসায় দেগঙ্গায় নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল।রাজভবন থেকে ফোন করে নিহতর পরিবারের সঙ্গে কথা রাজ্যপালের।
কলকাতা: ভোট সন্ত্রাসের হাত থেকে রেহাই নেই স্কুল ছাত্রেরও। দেগঙ্গায় বোমা মেরে একাদশ শ্রেণির ছাত্রকে খুন। কর্মিসভা থেকে ফেরার সময় তৃণমূল কর্মীদের উপর বোমাবাজি। বোমার আঘাতে তৃণমূল সমর্থকের একাদশ শ্রেণির পড়ুয়া ছেলের মৃত্যু। ভোট-হিংসায় দেগঙ্গায় নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। রাজভবন থেকে ফোন করে নিহতর পরিবারের সঙ্গে কথা রাজ্যপালের (Governor C V Anand Bose)। ফোন করে নিহতের বাবা ও কাকার সঙ্গে কথা বলেন সি ভি আনন্দ বোস।
ভোট সন্ত্রাসের বলি স্কুল ছাত্র: ভোট দেওয়ার বয়সটুকুও হয়নি। কিন্তু, ভোট-হিংসায় প্রাণ গেল সেই স্কুলছাত্রেরও। মাত্র ১৭ বছর বয়সী একাদশ শ্রেণির ছাত্রের প্রাণ গেল ভোট সন্ত্রাসে। বাবার সামনেই বোমার আঘাতে প্রাণ গেল সেই কিশোরের। আর এই নিয়ে পঞ্চায়েত ভোটের আগেই গত ২৬ দিনে মৃত্যু হল ১৬ জনের!নিহত ওই ছাত্র দেগঙ্গার সোয়াই কুমারপুর পরশমণি শিক্ষাবিতান স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। বাবা তৃণমূলের সমর্থক। মঙ্গলবার সন্ধেয় তৃণমূলের মিছিলে গেছিল বাবা-ছেলে। অভিযোগ, মিছিল শেষে বাড়ি ফেরার পথে অতর্কিত আক্রমণ নেমে আসে স্কুল পড়ুয়া ইমরানের ওপরে। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। মৃত স্কুল পড়ুয়ার বাবা ইমদাদুল হক বলেন, “তখন আমাদের একটা মিছিল মতো ছিল, শেষ হয়ে গেছে। হঠাৎ আক্রমণ। বোমা মেরেছে। গুলির আওয়াজও এসেছিল।’’
অভিযোগ, এরপরে পাল্টা আক্রমণ চালায় তৃণমূলও। আইএসএফ এবং সিপিএমের কয়েকজন কর্মীর বাড়িতে ভাঙচুর চলে। জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি ও খড়ের গাদা।পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে এলাকায় নামানো হয় RAF,চলে আসেন এসডিপিও।রাতেই বেশ কয়েকজন ধরে নিয়ে যায় দেগঙ্গা থানার পুলিশ। বুধবার সকালেও চলে ধরপাকড়। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।
এর আগে কোচবিহারেও গুলিবিদ্ধ তৃণমূল নেতার পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তৃণমূল প্রার্থীর আহত স্ত্রীকে দেখতে দিনহাটা হাসপাতালেও যান। এরপর কোচবিহার থেকে ফিরেই বাসন্তীর নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। পুরুলিয়ার নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গেও কথা বলেন সি ভি আনন্দ বোস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?