Panchayat Election : 'রুদালি নই যে কিছু হলেই পথে নামব', মমতার প্রশংসা, পঞ্চায়েতের ফল বেরোতেই 'ভোলবদল' শুভাপ্রসন্নর
Subhaprasanna : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মাঝে ৫০ পেরিয়ে যাওয়া মৃত্যু সংখ্যা আসলে 'বাড়িয়ে দেখানো' বলেই মত তাঁর।
কলকাতা : বিদ্রোহ শেষ ! সমালোচনার সুর ছেড়ে ফের প্রশস্তির বুলি ! পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) ফল বেরোতেই ভোলবদল শুভাপ্রসন্ন-র। গ্রাম বাংলা দখলের লড়াইয়ে রক্তস্নাত হয়েছিল রাজ্য। যার পরই রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করে রাস্তায় নামার আহ্বান করেছিলেন তিনি। আর কয়েক দিন গড়াতেই তাঁর মুখে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভূমিকার প্রশংসা !
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মাঝে ৫০ পেরিয়ে যাওয়া মৃত্যু সংখ্যা আসলে 'বাড়িয়ে দেখানো' বলেই মত তাঁর। আর রাস্তায় নামার প্রসঙ্গে শিল্পী শুভাপ্রসন্ন-র (Subhaprasanna) বক্তব্য 'রুদালি নই, কিছু বলেই রাস্তায় নামতে হবে। এখনও রাস্তায় নামার সময় আসেনি।' রাজ্যে নির্বাচনের মাঝে পরিস্থিতি নিয়ে শিল্পীর বক্তব্য, 'মমতা কড়া হাতে দমন করেছেন, এর চেয়ে বড় কী হতে পারে?' ভোটের আগে এত হিংসা লজ্জার বলেও ভোলবদল তৃণমূলপন্থী শিল্পীর। সংস্কৃতি বদলের দাবিতে মিছিলের কথা বলেও উল্টো সুর শুভাপ্রসন্নর।
পঞ্চায়েত ভোটের মননোয়ন পর্ব শুরুর পর থেকেই হিংসা, মারামারি, খুন, জখমের সাক্ষী হয়েছে রাজ্য। ভোটের ফল ঘোষণার কয়েকদিন পরও রাজ্যের একাধিক জায়গা থেকে জারি বোমা উদ্ধার। ভোটের দু'দিন পরই যা নিয়ে মুখ খুলেছিলেন শিল্পী শুভাপ্রসন্ন। তিনি বলেছিলেন ''ভোটে এমন হিংসা দেশে কোথাও হয় না। গণতন্ত্রের উৎসবে এত মৃত্যু ! এই সংস্কৃতির বদল দরকার। এত প্রাণ কেন কেন যাবে ! এটা মনীষীদের পীঠস্থান। এই বাংলায় পরিবর্তন দরকার। আবার আমরা মিছিল করব, যেমন আগে নেমেছিলাম।'
আর ভোদবদল করে শনিবার তৃণমূল ঘনিষ্ঠ শিল্পীর বক্তব্য, 'রুদালি নই যে কোনও কিছু হলেই রাস্তায় নামতেল হবে। সঠিক সময়ে ভূমিকা পালন করব, এখনও সময় আসেনি।' পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কড়া হাতে পরিস্থিতি সামলেছেন জানিয়ে তাঁর বার্তা, 'মমতা কড়া হাতে দমন করেছেন, এর চেয়ে বড় কী হতে পারে?' প্রসঙ্গত, মাস দুয়েক আগেই রাজ্যে দ্য কেরল স্টোরির ওপর নিষেধাজ্ঞা চাপানো নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা শোনা গিয়েছিল শুভাপ্রসন্ন-র মুখে। তিনি বলেছিলেন, 'মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু মমতাকে দিয়ে নয়।' পাশাপাশি হুঁশিয়ারির সুরে চিত্রশিল্পী বলেছিলেন, সরকার শোষকের ভূমিকা নিলে পাল্টে দেব। যদিও সেসব আপাতত অতীত !
আরও পড়ুন- রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, দুর্যোগ হবে বাংলায়?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial