Purulia: ট্যারেন্টুলা মাকড়সা থেকে আতঙ্ক ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়
Purulia News: ট্যারেন্টুলা মাকড়সা দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়াল এলাকায়। রঘুনাথপুর ব্লক একের অন্তর্গত জিয়ারা গ্রামে বেশ কয়েকদিন ধরে বড়সড় মাকড়সা দেখতে পাওয়া যাচ্ছে বলে দাবি গ্রামবাসীদের।
হংসরাজ সিংহ, পুরুলিয়া: মাকড়সা (spider) থেকে এলাকায় ছড়াল আতঙ্ক। পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুর এলাকার ঘটনা। ট্যারেন্টুলা মাকড়সা (Tarantula Spider) দেখতে পাওয়ায় চাঞ্চল্য় ছড়াল এলাকায়।
ট্যারেন্টুলা মাকড়সা থেকে আতঙ্ক
ট্যারেন্টুলা মাকড়সা দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়াল এলাকায়। রঘুনাথপুর ব্লক একের অন্তর্গত জিয়ারা গ্রামে বেশ কয়েকদিন ধরে বড়োসড়ো মাকড়সা দেখতে পাওয়া যাচ্ছে বলে দাবি গ্রামবাসীদের।
মাকড়সা আতঙ্কে খবর দেওয়া হয় রঘুনাথপুরের বন দফতরে। বন দফতরের কর্মীরা গ্রামে পৌঁছে মাকড়সাটিকে উদ্ধার করে। গ্রামবাসীরা জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই জিয়ারা গ্রামের বিভিন্ন বাড়িতে একরকম লোমশ বড় মাকড়সা দেখতে পাওয়া যাচ্ছে। মাকড়সা দেখে আতঙ্ক ছড়ায় গ্রামে। এরপর একটি মাকড়সাকে গ্রামবাসীরা ধরে বন দফতরের হাতে তুলে দেয়। রঘুনাথপুর রেঞ্জের আধিকারিক জানিয়েছেন এটি একটি ট্যারেন্টুলা মাকড়সা। তবে এতে আতঙ্কিত হওয়ারও কোনও কারণ নেই বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Weather Update: সিকিম ও ভুটানে অবিরাম বৃষ্টির জের, তিস্তায় আজও জারি লাল সতর্কতা
ঠিক কী ঘটেছে
সকালে স্থানীয়রা দেখেন আম গাছের ডালে বসে রয়েছে এক আস্ত চিতাবাঘ। কার্যত সেখানে গা এলিয়ে বিশ্রাম নিচ্ছে সে। ঘটনাস্থল আলিপুরদুয়ার (Alipurduar) থানার অন্তর্গত পূর্বকাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলবাড়িহাট ঘাটপার গ্রাম। কিন্তু এভাবে চিতাবাঘকে গাছের মগডালে দেখে আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। খবর যায় বনদফতরে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা। প্রথমে একদফা ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তারপর গোটা এলাকা ঘেরা শুরু হয় জাল দিয়ে। কিছুক্ষণের মধ্যে বাগে না এসে বরং পাশের ডুমুর গাছে লাফ দেয় চিতাবাঘ। যার জেরে আতঙ্কের মাঝে আবার একদফা হুলস্থূল পড়ে। যার পরই ছোড়া হয় আরও এক দফা ঘুমপাড়ানি গুলি।
শেষমেশ ঘণ্টাপাঁচেক শেষে বঘটি নিস্তেজ হয়ে গাছের নিচে পড়ে যায়। বনদফতরের পক্ষ থেকে তাঁকে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হয়। চিতাবাঘটির প্রাথমিক চিকিৎসার পর তাকে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান জলদাপাড়ার ডিএফও।