Netaji Birth Anniversary LIVE Updates: রস আইল্যান্ডের নাম দেওয়া হল নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ
Netaji Jayanti Live: আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবেও পালন করা হবে। বীর স্বাধীনতা সংগ্রামীকে তাঁর জন্মদিনে সমগ্র দেশজুড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে।
LIVE

Background
Netaji Jayanti Live: নেতাজির জন্মজয়ন্তীতে, সম্মান জানানো নিয়ে চলল কার্যত রাজনৈতিক প্রতিযোগিতা
নেতাজির জন্মজয়ন্তীতে, তাঁকে সম্মান জানানো নিয়েও, দিনভর চলল কার্যত রাজনৈতিক প্রতিযোগিতা। সেই সঙ্গে লেগে থাকল তৃণমূল এবং বিজেপির তরজাও। এদিন, নাম না করে, কংগ্রেসকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। পাল্টা, জবাব দিয়েছে কংগ্রেসও।
Netaji Birth Anniversary Live: ময়দানে, শহিদ মিনারের কাছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী পালনের আয়োজন করল RSS
ময়দানে, শহিদ মিনারের কাছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী পালনের আয়োজন করল RSS। নেতাজিকে শ্রদ্ধা জানান মোহন ভাগবত।
Netaji Jayanti Live: নেতাজির জন্মদিনে, আন্দামান ও নিকোবরের একুশটি অনামী দ্বীপের নাম রাখা হচ্ছে বীর সেনাদের নামে
নেতাজির জন্মদিনে, আন্দামান ও নিকোবরের একুশটি অনামী দ্বীপের নাম রাখা হচ্ছে বীর সেনাদের নামে।
Netaji Birth Anniversary Live: নেতাজির জন্মদিনে তৃণমূলকে আক্রমণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের
ভারত সরকার নেতাজীকে নিয়ে একের পর এক কাজ করেছে। মূর্তি বসেছে। রাজপথের নাম হয়েছে কর্তব্য পথ। এদিকে তৃণমূলের দেশপ্রেম নেই। মূর্তি নিয়েও গণ্ডগোল। নেতাজির জন্মদিনে তৃণমূলকে আক্রমণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের।
Netaji Jayanti Live: সোনারপুরে পৈতৃক ভিটেয় নেতাজী সুভাসচন্দ্র বসুর জন্ম দিবস পালন
সোনারপুরে পৈতৃক ভিটেয় নেতাজী সুভাসচন্দ্র বসুর জন্ম দিবস পালন। সকাল থেকেই আসে বহু মানুষ। অনুষ্ঠানে আসার কথা পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
