Pacshim Bardhaman: তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ, মৃত কর্মীদের স্মরণে তর্পণ বিজেপির
Paschim Bardhaman Update:নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তির কামনায় দুর্গাপুরে বিসর্জন ঘাটে শহিদ তর্পণ কর্মসূচি পালন করল গেরুয়া শিবির।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। বিজেপি এই অভিযোগে টানা আন্দোলন করে আসছে। শাসক দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছে বামেরাও। এবার পশ্চিম বর্ধমানেও একই ছবি। শাসকদলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে অভিনব প্রতিবাদে সামিল পশ্চিম বর্ধমান বিজেপি। নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তির কামনায় দুর্গাপুরে বিসর্জন ঘাটে শহিদ তর্পণ কর্মসূচি পালন করল গেরুয়া শিবির।
সম্প্রতি কলকাতার কাশীপুরে যুব মোর্চা নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্য সফরে এসে কাশীপুরে গিয়েছেন অমিত শাহ। এবার শনিবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে পশ্চিম বর্ধমানে ফের সরব হল বিজেপি। দুর্গাপুর ব্যারাজের দামোদর বিসর্জন ঘাটে চলল পুজো-অর্চনা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, '২০১৮ সাল থেকে পশ্চিম বর্ধমানে ৩ জন বিজেপি কর্মী খুন হয়েছে। তৃণমূলের সন্ত্রাসে বিজেপি কর্মীদের মৃত্যু হচ্ছে। শহিদদের আত্মার কামনায় তর্পণ হল। এর মধ্যেই ১০৬ জন কর্মী মারা গিয়েছেন।'
একই সুর বামেদেরও:
তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তুলে বিজেপির সুরেই গলা মিলিয়েছে সিপিএম। পশ্চিম বর্ধমানের সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, 'রাজ্যে শাসকদলের সন্ত্রাসে বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। প্রতিবাদ করলেই নিশানা করা হচ্ছে। খুন হচ্ছে।'
পাল্টা কটাক্ষ তৃণমূলের:
যদিও রাজনৈতিক হিংসা নিয়ে বিরোধীদের অভিযোগ মানতে চাইছে না শাসক দল তৃণমূল। পশ্চিম বর্ধমানের তৃণমূলের ৩ নং ব্লক সভাপতি শিপুল সাহার দাবি, 'বিরোধীরা মিথ্যে অভিযোগ করছে। কোনও সন্ত্রাস হয়নি। পারিবারিক গণ্ডগোলে মৃত্যু হলেও বলছে রাজনৈতিক মৃত্যু।' দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার বলেন, 'ভোটে বিজেপিই সন্ত্রাস করেছে। এখন আবার তর্পণ করছে। ওরা আদৌ তর্পণের মানে বোঝে?'
দোসরা সোমবার রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে কলকাতায় মহামিছিল করে বিজেপি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প যাত্রা নাম দিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হয় মিছিল। শনিবার পশ্চিম বর্ধমানে ফের তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হল বিজেপি।
আরও পড়ুন: নিম্নমানের কাজের অভিযোগ, নর্দমা তৈরিতে বাধা তৃণমূল নেতার