Paschim Bardhaman: নিয়োগ থেকে দূষণ! দুর্গাপুরের শিল্পতালুকের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের
Villagers Protest: গ্রামবাসীদের বিক্ষোভের জেরে দফায় দফায় উত্তপ্ত হয় দুর্গাপুর শিল্পতালুক
মনোজ বন্দ্য়োপাধ্য়ায়, পশ্চিম বর্ধমান: গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত দুর্গাপুরের কাঁকসার গোপালপুর শিল্পতালুক। অভিযোগ, শ্রমিকের মৃত্য়ুর পর, আর্থিক সাহায্য় বা পরিবারের কাউকে চাকরি, কোনওটাই দেওয়া হয়নি সংস্থার তরফে। শুধু তাই নয়, স্থানীয়দের বঞ্চিত করে, মোটা অঙ্কের লেনদেন করে বাইরে থেকে কর্মী নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনাস্থলে গেলে স্থানীয় তৃণমূল নেতা ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
গ্রামবাসীদের বিক্ষোভের জেরে দফায় দফায় উত্তপ্ত হয় দুর্গাপুর শিল্পতালুক। বৃহস্পতিবার কারখানার গেট আটকে অবরোধ দেখানো হয়। তৃণমূলের ব্লক সভাপতিকে ঘিরে তুমুল বিক্ষোভ। হাতাহাতি বেঁধে যায়। রোষের হাত থেকে রেহাই মেলেনি পুলিশেরও। কিন্তু কী কারণে এই অসন্তোষ? গ্রামবাসীদের দাবি, ১১ মাস আগে দুর্গাপুরের কাঁকসার গোপালপুর শিল্পতালুকের নিওমেটালিক প্রাইভেট লিমিটেড নামে এই কারখানায় কর্মরত অবস্থায় মৃত্য়ু হয় তারেশ মণ্ডল নামে এক শ্রমিকের। অভিযোগ, এরপর শ্রমিকের পরিববারকে আর্থিক সাহায্য় ও ১ জনের চাকরি দেওয়ার কথা থাকলেও, তা দেয়নি সংস্থা।
শুধু তাই নয়, কারখানা নিয়ে আরও কিছু অভিযোগ রয়েছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ। এই কারখানার জন্য ওই গ্রাম এবং লাগোয়া এলাকায় দূষণের সমস্যা তৈরি হয়েছে। দূষণের জেরে চাষের কাজেও সমস্যা হচ্ছে, জলের সমস্যাও হচ্ছে বলে গ্রামবাসীদের একাংশের অভিযোগ।
নিয়োগ নিয়ে অভিযোগ:
নিয়োগ সংক্রান্ত নানা বিষয় নিয়েও অভিযোগ উঠেছে। অভিযোগ, স্থানীয় ব্যক্তিদের বাদ দিয়ে বাইরে থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। আর এর জন্য অভিযোগের তির এক তৃণমূল নেতার দিকে। তাঁর নাম শিবদাস মণ্ডল। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে বাইরে থেকে শ্রমিকদের নিয়োগ করাচ্ছেন তিনি। এই শিবদাস মণ্ডলের হয়ে কথা বলতে গেলে, গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন কাঁকসা ব্লক তৃণমূলের সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্য। ঘটনাস্থলে গেলে, পুলিশের ওপরও ক্ষোভ উপড়ে দেয় গ্রামবাসীরা।
সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, কর্মীদের দেহ নবিয়ে ব্য়বসা করছে INTTUC। তৃণমূলের যে নেতারা টাকা খেয়েছে, তারা তো মিনারেল ওয়াটার খায়। গ্রামের লোক জল পেল কিনা, দেখে না। পুলিশ ব্য়বস্থা নেবে না। তাদের কাছেও তো টাকা পৌঁছয়।' প্রায় একই সুরে তৃণমূলকে নিশানা করেছে বিজেপিও।
গোটা অভিযোগ অস্বীকার করে বিরোধীদের পাাল্টা নিশানা করেছেন তৃণমূলের কাঁকসা ব্লকের সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্য। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে কারখানা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ভরা বাজারে তাড়া করে তৃণমূল নেতাকে খুন নদিয়ায় ! প্রবল চাঞ্চল্য