Paschim Burdwan News: দাঁড়িয়ে থাকা গাড়ি দেখে সন্দেহ, অন্ডাল বিমানবন্দরের কাছে রাশি রাশি নোট-সহ পাকড়াও ৪ !
Andal News: গতকাল রাতে টহল দিচ্ছিল অন্ডাল থানার পুলিশ। ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে অন্ডাল বিমানবন্দর যাওয়ার রাস্তায় একটি চারচাকা গাড়িতে এই চার জন ছিল।
মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল : অন্ডাল বিমানবন্দরের কাছে রাশি রাশি নোট-সহ চারজনকে পাকড়াও করল পুলিশ ! তাদের কাছ থেকে বিশাল পরিমাণ টাকা উদ্ধারের পাশাপাশি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। দাঁড়িয়ে থাকা গাড়ি দেখে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ এবং পরে নোটের বান্ডিল-সহ চার জনকে গ্রেফতার করা হয়।
কী ঘটনা ?
গতকাল রাতে টহল দিচ্ছিল অন্ডাল থানার পুলিশ। ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে অন্ডাল বিমানবন্দর যাওয়ার রাস্তায় একটি চারচাকা গাড়িতে এই চার জন ছিল। তাদের দেখে সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। কিন্তু, তারা কোনও সদুত্তর দিতে পারেনি। তাই তাদের থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সেই টাকা কীভাবে এসেছে তাদের কাছে তার কোনও হদিশ তারা দিতে পারেনি।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, তারা কোনও ছিনতাই বা ডাকাতির ঘটনায় যুক্ত। টাকাটা সেরকমই কোনও একটা জায়গা থেকে এসেছে। এরপরই পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃত চার জনের মধ্যে একজনের বাড়ি বীরভূমে। বাকি তিন জন অন্ডাল থানা এলাকারই বাসিন্দা। তাদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরও বিস্তারিত তদন্ত করতে চায়। এই টাকার সূত্র জানার চেষ্টা করছেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এবং অন্ডাল থানার পুলিশ।
চার জনের কাছ থেকে চারটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ফোন থেকে কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, টাকা কোথা থেকে এল এসব জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর পাশাপাশি রাতের অন্ধকারে তারা বিমানবন্দর যাওয়ার রাস্তায় কী জন্য দাঁড়িয়েছিল তাও জানার চেষ্টা করছেন।
এদিকে জাল নোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশনের সাহায্য নিয়ে ওপার থেকে এপারে এসে পৌঁছয় জাল নোট। প্লাস্টিকের ক্যারিবাগে করে মালদার সীমান্ত পেরিয়ে উড়ে আসে জাল নোটের বান্ডিল। জাল নোট পাচারকাণ্ডে মালদার বাসিন্দার গ্রেফতারির পর উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
কীভাবে হত কাজ?
প্রথমে, সোশাল মিডিয়ায় মাধ্যমে শেয়ার করা হত লাইভ লোকেশন। এরপর, কাঁটাতারের সীমান্তের ওপারে, বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ডে ছুড়ে দেওয়া হত জাল নোট ভর্তি প্লাস্টিকের ক্যারিব্যাগ। জাল নোট পাচারকাণ্ডে মালদার বাসিন্দা কৌসর আলিকে দিল্লিতে গ্রেফতার করার পর এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে পুলিশ সূত্রে। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে যে ৯৫ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে, সেই মোটা অঙ্কের জাল টাকা এসেছিল বাংলাদেশ থেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে