Paschim Medinipur: আবাস যোজনায় বাড়ি পেতে 'কাটমানি', পোস্টারে ছয়লাপ চন্দ্রকোণা
Corruption Allegation: বামেদের অভিযোগ, আবাস যোজনার প্রকল্পের অধীনে ঘর বিলিকে কেন্দ্র করে স্বজন পোষণ ও আর্থিক দুর্নীতি হয়েছে। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল।
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: ফের সরকারি প্রকল্প নিয়ে উঠল দুর্নীতির অভিযোগ। এবার অভিযোগ আবাস যোজনা ঘিরে। প্রকল্পের অধীনে কাজের জন্য কাটমানি নেওয়ার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। যা ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। বামেদের অভিযোগ, আবাস যোজনার প্রকল্পের অধীনে ঘর বিলিকে কেন্দ্র করে স্বজন পোষণ ও আর্থিক দুর্নীতি হয়েছে। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল।
বারবার দুর্নীতির অভিযোগ:
সব ঠিক থাকলে নতুন বছরেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে বিভিন্ন জেলায় বিভিন্ন সরকারি প্রকল্প ঘিরে কাটমানি নেওয়া বা দুর্নীতির অভিযোগ উঠছে। সম্প্রতি মালদায় ১০০ দিনের প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। এবার পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোণা এলাকায় আবাস যোজনা ঘিরে দুর্নীতির অভিযোগ উঠল।
কী অভিযোগ?
চন্দ্রকোণা পুরসভা তৃণমূল পরিচালিত। ওই পুর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার লাগিয়েছে বামেরা। সিপিএমের তরফে ওই পোস্টার লাগানো হয়েছে। সেখানে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। সিপিএমের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পেতে দিতে শাসক দলকে কাটমানি দিতে হচ্ছে। পাশাপাশি, স্বজনপোষণও চলছে বলে অভিযোগ। চন্দ্রকোণার প্রাক্তন বিধায়ক এবং সিপিএম নেতা গুরুপদ দত্ত বলেন, 'যাঁদের দোতলা পাকা বাড়ি আছে, তাঁরা আবাস যোজনায় বাড়ি পাচ্ছেন। প্রকৃত প্রাপকরা পাচ্ছেন না। সাফাই কর্মী থেকে শুরু করে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রেও শুধুমাত্র তৃণমূলের লোকেরাই কাজ পাচ্ছেন।' এই অভিযোগ অস্বীকার করেছে পুর কর্তৃপক্ষ।
অভিযোগ অস্বীকার:
চন্দ্রকোণা শহর তৃণমূলের সভাপতি প্রদীপ সাঁতরা বলেন, 'সিপিএমের লোক নেই। তাই এসব করছে। সামনে পঞ্চায়েত ভোট। পুরসভা না দেখে ওরা অঞ্চলের কাজ করলে ভাল হয়।' যদিও এই ক্ষোভ ঘিরে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। ২১ নভেম্বর, সরকারি প্রকল্পে স্বজন পোষণ ও কাটমানির অভিযোগে, চন্দ্রকোণা পুরসভার চেয়ারপার্সন প্রতিমা পাত্রর ঘরে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে ঘিরেও চলে বিক্ষোভ। এবার ওই অভিযোগেই পোস্টারে ছয়লাপ চন্দ্রকোণা পুরসভা এলাকা।
দুর্নীতি ইস্যুতে এমনিতেই সরগরম রাজ্য-রাজনীতি। একশো দিনের প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন বিরোধী দলনেতা। বাকি প্রকল্প নিয়েও বারবার দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা। তার মাঝেই ফের আরও একটি অভিযোগ।