Kharagpur News: নাম রেখেও বাদ পরে, তৃণমূলের প্রার্থী বদল ঘিরে বিক্ষোভ খড়গপুরে
Kharagpur News: গত বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) কয়েক মাস আগে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেন শৈলেন্দ্র।
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থী বদল। তা নিয়ে তৃণমূল (TMC) নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ চরমে উঠল। রাস্তায় নামলেন খড়গপুরের (Kharagpur News) জোড়াফুল শিবিরের নেতা-কর্মী এবং সমর্থকেরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন। পুরভোটের (WB Municipal Polls 2022) আগে দলের অন্দরে এমন ক্ষোভের ঘটনায় কার্যতই অস্বস্তিতে পড়েছেন জোড়াফুল নেতৃত্ব।
শুক্রবার সন্ধেয় এই ঘটনা ঘটে। তৃণমূলের তরফে খড়গপুর পুরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করা হয় শৈলেন্দ্র সিংহকে (Shailendra Singh)। কিন্তু রাত গড়াতে ওই ওয়ার্ডের প্রার্থী বদল করা হয়। শৈলেন্দ্রর পরিবর্তে ওই ওয়ার্ডে প্রার্থী করা হয় হায়দর আলি খানকে। তা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন শৈলেন্দ্র এবং তাঁর অনুগামীরা।
আরও পড়ুন: TMC: আয় ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগ, পুরভোটে প্রার্থী হতে পারছেন না বারাসাতের প্রাক্তন TMC কোঅর্ডিনেটর
দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন সকলে। পুলিশের সামনে, ইন্দা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একটি মারুতি গাড়িতেও ভাঙচুর করা হয়। পথ অবরোধও করাে বিক্ষোভ চলে। শৈলেন্দ্র জানান, রাতে আচমকাই প্রার্থী বদল করা হয়েছে বলে জানতে পারেন তিনি। তাতেই তাঁর সমর্থক এবং অনুগামীরা ক্ষুব্ধ হন।
প্রার্থী বদল নিয়ে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও কারণ দেখানো হয়নি। তবে জেলা নেতৃত্বের কাছে এ নিয়ে জবাব চাইবেন বলে জানিয়েছেন শৈলেন্দ্র। তিনি বলেন, ‘‘এটা জেলা থেকে হয়েছে, না রাজ্য থেকে, জানতে হবে আমাকে। জেলা সভাপতির সাথে কথা হয়েছিল আমার। তিনি বলেছিলেন, আমি টিকিট পচ্ছি। আই প্যাকের টিম সমীক্ষা করেছিল যখন, তাতেও আমার নাম ছিল। নিজের ওয়ার্ডে যাঁর কোনও গুরুত্ব নেই, তিনি আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন। আমি দু বছর ধরে শুধু তৃণমূলের জন্যই কাজ করছি। এখন যাঁকে প্রার্থী করা হয়েছে, সার্ভে করে দেখতে পারেন। উনি যদি আমার থেকে এগিয়ে থাকেন, তাহলে মেনে নেব আমার টিকিট দরকার নেই।’’ এ নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) কয়েক মাস আগে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেন শৈলেন্দ্র। একসময় বিজেপি-র শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন তিনি। খড়গপুরে দিলীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠও ছিলেন। প্রার্থী তালিকায় তাঁর নাম রেখেও পরে বাদ দেওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। উন্নয়নের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর, তবে বিজেপি থেকে তৃণমূলে আসা শৈলেন্দ্রকে টিকিট দেওয়া নিয়ে অসন্তোষ থাকাতেই সিদ্ধান্ত বদল করা হয় বলেও শোনা যাচ্ছে। তবে তৃণমূল বা শৈলৈন্দ্র প্রকাশ্যে এমন কোনও মন্তব্য় করেননি।
দিন কয়েক আগেই ভবানীপুরের আদলে খড়গপুরের এখাধিক জায়গায় ‘নিজের ওয়ার্ডের লোক চাই’ পোস্টার দেখা গিয়েছিল। এলাকাবাসীর নাম করে ওই পোস্টার লাগানো হয় সেখানে।