Dilip Ghosh : কেশিয়াড়িতে ব্রিজে লাগানো তৃণমূলের পতাকা খুলে খালের জলে ! ' বাপের সম্পত্তি নাকি? ' ঝাঁঝ দিলীপের
Paschim Medinipur : বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ' MP ফান্ডের টাকায় আমরা ব্রিজ বানিয়েছি... সেখানে এসে ওরা ঝান্ডা বেঁধে দিয়েছে... আমাদের কর্মীরা সব ছুড়ে ফেলে দিয়েছে।'
![Dilip Ghosh : কেশিয়াড়িতে ব্রিজে লাগানো তৃণমূলের পতাকা খুলে খালের জলে ! ' বাপের সম্পত্তি নাকি? ' ঝাঁঝ দিলীপের Paschim Medinipur Koshiari Bridge Made From Dilip Ghosh MP Fund, BJP Workers allegedly throws away TMC Flag Dilip Ghosh : কেশিয়াড়িতে ব্রিজে লাগানো তৃণমূলের পতাকা খুলে খালের জলে ! ' বাপের সম্পত্তি নাকি? ' ঝাঁঝ দিলীপের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/05/c5cd213b79ec5420ea3f5a1916c36695170960788652153_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কংক্রিটের ব্রিজের ওপর লাগানো তৃণমূলের পতাকা খুলে ফেলা হচ্ছে খালের জলে, কোনওটা পড়ছে জলে, কোনওটা গড়াগড়ি খাচ্ছে খালপাড়ের কাদামাটিতে। এমন ছবি দেখা গেল, পশ্চিম মেদিনীপুরের সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতের কুমারডুবি এলাকার। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে সেতু উদ্বোধন ঘিরে তৈরি হল বিতর্ক।
সদ্য তৈরি হওয়া কংক্রিটের ব্রিজে লাগানো তৃণমূলের পতাকা খুলে খালের জলে ফেলে দিতে দেখা গেল বিজেপি কর্মীদের। এই ঘটনায় গেরুয়া শিবিরের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাঁর সাংসদ তহবিল থেকে বরাদ্দ টাকায় তৈরি হওয়া সেতুতে পতাকা লাগিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে তৃণমূল, পাল্টা বিঁধেছেন দিলীপ ঘোষ ।
লোকসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে সেতু উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। বিজেপির অভিযোগ, এলাকার ভাঙাচোরা কাঠের সেতুর বদলে কংক্রিটের ব্রিজ তৈরি করতে এলাকার সাংসদ দিলীপ ঘোষ টাকা বরাদ্দ করলেও তৃণমূলের বাধায় আটকে ছিল কাজ। দীর্ঘ টালবাহানার পর, শেষপর্যন্ত সাংসদ তহবিলের ৪১ লক্ষ ৫ হাজার টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই সেতু। দেখা যায়, সদ্য তৈরি হওয়া এই ব্রিজের ওপর লাগানো রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পতাকা।
বিজেপি সাংসদ দিলীপ ঘোষের দাবি, ' সাঁকো হয়েছে, আমরা পার হলাম। এই বেহায়ারা দেখুন, তৃণমূলের লোকেরা... ভিখারিরা... কী রকম! পয়সা দেয় না, পয়সা দিলে কাজ করতে দেয় না ... মোদির টাকা দিদির ভাইরা লুট করছে।'
রবিবার এলাকার সাংসদ দিলীপ ঘোষ উদ্বোধন করতে গেলে, তার সামনেই তৃণমূলের পতাকা খুলে খালের জলে ফেলে দেন বিজেপির কর্মী-সমর্থকরা। তৃণমূলের পতাকা খুলে ফেলে দেওয়ার এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল।
তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, ' উনি বলেছেন, MP ফান্ডের টাকায় উনি নাকি ব্রিজ করেছেন একটা...৫ বছরে একটা ব্রিজ। সেখান দিয়ে তৃণমূল গেলে, ঝান্ডা গাড়লে, তাহলে ওদের অসুবিধা, সেই জন্য বিজেপির লোকেরা ঝান্ডা ছিঁড়ে ফেলে দিয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, বা তৃণমূল বা পঞ্চায়েতের লোকেরা এত হাজার হাজার ব্রিজ, হাজার হাজার রাস্তা, নলকূপ, এত উন্নয়ন করেছেন... সেখানে তাহলে তো বিজেপির বাংলার কোথাও ঝান্ডা বাঁধা যাবে না।'
বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ' MP ফান্ডের টাকায় আমরা ব্রিজ বানিয়েছি, যেটা বানাতে ৩ বছর ধরে ওরা বাধা দিয়েছে। BDO-কে ধমকেছে। তারপর তৈরি হয়ে গেছে, সেখানে এসে ওরা ঝান্ডা বেঁধে দিয়েছে... আমাদের কর্মীরা সব ছুড়ে ফেলে দিয়েছে।'
লোকসভা ভোটের দিন ঘোষণা না হলেও, ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। যে কোনও দিন প্রার্থী ঘোষণার পথে হাঁটতে পারে বাকি রাজনৈতিক দলগুলি। এর মধ্যে উন্নয়নের খতিয়ানকে হাতিয়ার করে শাসক-বিরোধী তরজায় সরগরম হয়ে উঠেছে মেদিনীপুর।
আরও পড়ুন: কালোয় মোড়া আগাগোড়া! সামনে এল Tata Nexon-এর ডার্ক এডিশন, চমক ফিচারেও
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)