Paschim Medinipur: জাতীয় সড়কের ধারে উল্টে গেল পুরী-ফেরত পর্যটকদের বাস!জখম একাধিক
Bus Accident: ৭ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) নারায়ণগড়ের উকুনমারিতে জাতীয় সড়কের ধারে উল্টে পড়ল পুরী (Puri)-ফেরত পর্যটকদের বাস। ১০-১২ জন মহিলা-সহ ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
গত সোমবার মুর্শিদাবাদ নবগ্রাম থানার রাজধরপুর গ্রাম থেকে রওনা দিয়েছিল ওই বাসটি। তাতে ছিলেন ৭০ জন পুণ্যার্থী। পুরীর মন্দিরে জগন্নাথ দেব দর্শনে গিয়েছিলেন তাঁরা। এদিন ফিরে আসার সময় দুর্ঘটনা ঘটে। ফেরার সময় নারায়ণগড় থানার উকুনমারি ৬০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি জাতীয় সড়কের পাশে উল্টে যায়। আহত হয়েছেন ৩৫ জন বাস যাত্রী। দুর্ঘটনার ঘটার পরে নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে উদ্ধার করা হয় জখমদের। তাঁদের উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সাতজন গুরুতর আহত হওয়ায় তাঁদেরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত বাস যাত্রীদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। একাধিক বাস যাত্রী আহত হয়েছেন। কারও মাথায়, কারও হাতে অথবা কারও কোমরে চোট লেগেছে।
ঘটনায় জানা গিয়েছে, মুর্শিদাবাদ থেকে বাসে করে উড়িষ্যার পুরী (Puri) যাচ্ছিলেন ৭০ জন। কথা ছিল পুরী থেকে গঙ্গাসাগর হয়ে মুর্শিদাবাদ (Murshidabad) ফেরার। তার মাঝেই ঘটে দুর্ঘটনা। আজ ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে। উদ্ধারকাজে হাত লাগান নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
এদিন আরও একটি দুর্ঘটনা ঘটেছে:
ঝাড়খণ্ডের কোডারমায় দুর্ঘটনার কবলে পুরুলিয়ার ১০০ দিনের কর্মীদের বাস। আহত তৃণমূলের পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ বেশ কয়েকজন। ভোরবেলা বিহার থেকে ঝাড়খণ্ড ঢোকার মুখে দুর্ঘটনা ঘটে। আহতদের দাবি, রাস্তার কাজ চলছিল। রাস্তার ধারে পড়ে থাকা মাটির ঢিবির ওপর উঠে যায় বাস। সজোরে ধাক্কা লাগায় এদিক-ওদিক ছিটকে যান বাসের যাত্রীরা। ঘুমন্ত অবস্থায় কারও মাথায়, কারও মুখে আঘাত লাগে। বাস চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে অনুমান। প্রাথমিক চিকিৎসার পর ওই বাসে করেই ঝাড়খণ্ড থেকে ১০০ দিনের কর্মীদের পুরুলিয়ায় ফেরত পাঠানোর নির্দেশ দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন: নাগাড়ে বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনায়! সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের