Rail Blockage: ২৪ ঘণ্টা পার! স্টেশনে স্টেশনে অব্যাহত অবরোধ, বাতিল একাধিক ট্রেন
Rail Cancelled: রুট পরিবর্তন করা হয়েছে ৬টি এক্সপ্রেস ট্রেনের। ৭টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। এর ফলে চরম হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা।
২৪ ঘণ্টা পরও পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ অব্যাহত। অবরোধের জেরে রেলের আদ্রা ডিভিশনের তরফে ১১টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। রুট পরিবর্তন করা হয়েছে ৬টি এক্সপ্রেস ট্রেনের। ৭টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। এর ফলে চরম হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতি তালিকার অন্তর্ভূক্তি ও মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শুরু হয়েছে রেল অবরোধ। অবরোধ চলছে খেমাশুলিতেও। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে RPF ও GRP।
রেল রোকোর ডাক: গতকালই কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল রোকোর ডাক দেওয়া হয়। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার খেমাশুলি ও পূর্ব রেলের আদ্রা শাখার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ শুরু হয়। বেশ কিছু ট্রেনও বাতিল করা হয় গতকাল। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয় কয়েকটি ট্রেনের। কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছিল। বাতিল ট্রেনের মধ্যে রয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, আসানসোল-টাটানগর এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, রাঁচি-আসানসোল স্পেশাল, ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস।
রেল অবরোধ: তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে আজ বাংলা (West Bengal)-ঝাড়খণ্ড (Jharkhand)-ওড়িশায় (odisha) রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। পশ্চিম মেদিনীপুরে (West Midnapur) খড়গপুর শাখার খেমাশুলি স্টেশনে সকাল ৬টা থেকে শুরু হয়েছে রেল অবরোধ। আটকে পড়েছে ২টি লোকাল ট্রেন ও মালগাড়ি। স্টেশন লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কও অবরোধ (Road Blockage) করেছেন কুড়মিরা (Kurmi)।
দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য অবরোধ (Rail Blockage) চলবে বলে জানিয়েছে আদিবাসী কুড়মি সংগঠন। ভোর ৫টা থেকে দক্ষিণ-পূর্ব (South-East Railway) রেলের পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তউর স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে। ধামসা-মাদল নিয়ে রেললাইনে বসে পড়েছেন কুড়মিরা। হয়রানির আশঙ্কায় পুরুলিয়া-আদ্রা শাখায় ৩টি লোকাল বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের।
তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে আজ বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। একাধিক জেলায় রেল অবরোধ।
খড়গপুর (Kharagpur) শাখার খেমাশুলি স্টেশনে গতকাল সকাল ৬টা থেকে শুরু হয় রেল অবরোধ। আটকে পড়ে খড়গপুর-ঝাড়গ্রাম লোকাল ও ২টি মালগাড়ি। স্টেশন লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেন কুড়মিরা। দাবি মানা না হলে, অনির্দিষ্টকাল অবরোধ চলবে বলে জানায় আদিবাসী কুড়মি সংগঠন।
এ দিনই ভোর ৫টা থেকে পূর্ব রেলের পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ শুরু হয়। ধামসা-মাদল নিয়ে রেললাইনে বসে পড়েন কুড়মিরা। হয়রানির আশঙ্কায় পুরুলিয়া-আদ্রা শাখায় ৩টি লোকাল বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের।