Petrol Price Today : দ্রুত বাড়ছে পেট্রোল - ডিজেলের দাম, আজ কলকাতায় কত দাম
Petrol Price in West Bengal : লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির চাপে মধ্যবিত্তের অবস্থা সঙ্গীন।
Petrol Diesel Price Today 29 March: উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে ভোট মিটতেই লাগাতার বাড়ানো হচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবারও ফের দাম বাড়ল জ্বালানির।
আজ কলকাতায় কত দাম:
- কলকাতায় ৮৩ পয়সা বেড়ে পেট্রোলের লিটারপ্রতি দাম হল ১০৯ টাকা ৬৮ পয়সা।
- ডিজেলের দাম ৭০ পয়সা বেড়ে হয়েছে ৯৪ টাকা ৬২ পয়সা।
- এই নিয়ে ৮ দিনে সাত বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
- ৮ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৫ টাকার বেশি।
- ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ৮৩ পয়সা।
এরই মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারপ্রতি দামও এক ধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির চাপে মধ্যবিত্তের অবস্থা সঙ্গীন। জ্বালানির ক্রমাগত দামবৃদ্ধির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। আগামী ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন রাজ্যে মেহঙ্গাই মুক্ত ভারত অভিযান করবে কংগ্রেস। জ্বালানির প্রতিবাদে করা হবে মিছিল।
প্রেক্ষাপট, বিরোধীদের প্রশ্ন :
সোমবার মূল্যবৃদ্ধির আঁচে তেতে ওঠে সংসদের অধিবেশন। অধীর চৌধুরী প্রশ্ন তোলেন, ' বলা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে বলে দাম বাড়চ্ছে। কিন্তু রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের সঙ্গে ইউক্রেনের যুদ্ধের কোনও সম্পর্ক নেই, তাহলে কেন দাম বাড়ছে '
সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, যখন উত্তরপ্রদেশ-সহ কয়েকটি রাজ্যে ভোট এল, তখন জ্বালানির দাম বাড়া বন্ধ হয়ে গেল, তারপর যখন ভোটের রেজাল্ট বেরলো, তার পরই মূল্যবৃদ্ধি রকেটের গতিতে বাড়তে শুরু করল !
বিরোধীরা প্রশ্ন তোলেন, উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যে ভোটের সময় পেট্রোপণ্যের দাম বাড়া বন্ধ হয়ে গেছিল কোন ম্যাজিকে? আর ভোট মিটে যেতেই ফের সাধারণ মানুষের ওপর বোঝা চাপানো কেন শুরু হয়ে গেল?