PM Modi: " পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নন.." ! আশঙ্কা প্রকাশ প্রধানমন্ত্রীর, "মা-বোনেদের" কী পরামর্শ মোদির ?
Modi On Women Safety : ফের রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী, সিঙ্গুরের সভায় এসে কী বার্তা ?

কলকাতা: পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নন, ফের আরও একবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি এদিন তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকারের রাজত্বে মহিলারা সুরক্ষিত নন। '
আরও পড়ুন, নদিয়াতে ৮-০ করার ডাক অভিষেকের, "মনে হচ্ছে ২৯৪ টাই এবার তৃণমূল পাবে.." ! তুলোধনা সজলের
মোদি বলেন, উনি নারী শক্তিকে পরিবর্তনের মাধ্যম বানিয়েছিলেন। বাংলার বোন ও কন্যাসন্তানদের নিজেদের সরব হতে হবে।পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকারের রাজত্বে মহিলারা সুরক্ষিত নন। এখানে কলেজে ধর্ষণ আর হিংসাতে লাগাম পরাবে আপনার একটি ভোট। বাংলায় যাতে আর সন্দেশখালির মতোর ঘটনা না হয়, ফের বাংলায় হাজারো শিক্ষক চাকরি না হারায়।এখানে ছোট ছোট তৃণমূল নেতাও বাংলার মা-বাবা মনে করতে হুগলিকে শিক্ষক ঘোটালাতে পরিণত করেছে ', বলেন প্রধানমন্ত্রী। মোদির সংযোজন,' এখানের শিক্ষা ব্যবস্থাও মাফিয়া ও দুর্নীতিবাজদের হাতের মুঠোয় রয়েছে।এই জন্য আমি পশ্চিমবঙ্গে মা-বোনেদের একটা অনুরোধ করতে চাই। আপনার সন্তানদের ততক্ষণ ভাল শিক্ষা আর ভাল চাকরি মিলবে না, যতক্ষণ এখানে তৃণমূলের হাতে ক্ষমতা থাকবে। এই জন্য আপনাদের আসন্ন বিধানসভা ভোটে বিজেপিকে ভোট দিতে হবে। '
তিনি আরও বলেন, বাংলা থেকে তৃণমূলের মহাজঙ্গলরাজ যাওয়া ও বিজেপির সুশাসন আসা খুব জরুরি, এই জন্য বিদ্য়াসাগরের পথে চলা খুবই জরুরি। বাংলার বোন-মেয়েরা নিজের আওয়াজ জোররালো করতে হবে। বাংলায় উদ্য়োগ, বিনিয়োগ তখনই আসবে যখন এখানে আইনকানুন ভাল হবে। এখানে মাফিয়ারা খুলি ছুট পেয়েছে। এখানে সবকিছুতেই সিন্ডিকেট ট্য়াক্স লাগানো হয়েছে। তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের দেশের সুরক্ষার সঙ্গে খেলা করছে। তৃণমূল এই জন্য অনুপ্রবেশকারীদের এইজন্য ভালবাসে কারণ ওরা ভোটব্য়াঙ্ক। কেন্দ্র বলছে ফেন্সিং লাগাতে, কিন্তু তৃণমূল কর্ণপাত করছে না। অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠাতে হবে। এই কাজ কে করতে পারবে? এই কাজ আপনার ভোট করতে পারবে। এনই জন্য এইবার একটিই সুর, একটাই সঙ্কল্প নিতে হবে, ফের বলুন পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার।
প্রধানমন্ত্রী বলেন,' দেশে যে সরকার বিকাশকে রুখে দেয়, গরিবকল্য়াণের কাজে বাধা দেয়, দেশের মতদাতা জেনে গেছে, জেগে গেছে, এই বাধাদানকারীরা লাগাতার শাস্তি পায়। দিল্লিতে এরকমই সরকার ছিল। যে কেন্দ্রের প্রকল্প পেতে দিত না। দিল্লির মানুষ তাদের ক্ষমতাচ্যুত করেছে। এখানকার লোক তৃণমূলের নির্মম সরকারকে শিক্ষা দিতে প্রস্তুত। '






















