No Mask Wearing: নিয়মভঙ্গে কড়া পদক্ষেপ, মাস্ক না পরায় সোনারপুর-রাজপুর পুরসভায় গ্রেফতার ৮৪
রাজপুর-সোনারপুর পুর এলাকায় আজ থেকে তিনদিন চলছে কার্যত লকডাউন।
হিন্দোল দে ও রঞ্জিত হালদার, সোনারপুর : করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ন্ত্রণে রাখতে কড়া হাতে পরিস্থিতি সামলাতে নামল প্রশাসন। মাস্ক না পরায় সোনারপুর-রাজপুর পুরসভায় গ্রেফতার করা হল ৮৪ জনকে। সোনারপুর, নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। করোনা সংক্রমণ রুখতে রাজপুর-সোনারপুর পুর-এলাকায় আজ থেকে শুরু হয়েছে তিনদিনের কার্যত লকডাউন। যার জেরে রাজপুর, সোনারপুর সহ গড়িয়া, বালিয়া-র মতো একাধিক জায়গায় বাজার বন্ধ রাখা হয়েছিল সকাল থেকেই।
আজ থেকে শনিবার পর্যন্ত তিনদিন রাজপুর-সোনারপুর পুর এলাকার ৩৫ টি ওয়ার্ডে কার্যত লকডাউন চলবে। করোনা সংক্রমণের শৃঙ্খলা ভাঙতে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো একান্ত পালনীয় কোভিড বিধিগুলিতে জোর দেওয়া হয়েছে। যার জেরে সকাল থেকে পুর এলাকার বিভিন্ন বন্ধ বাজারে শুরু হয় স্যানিটাইজেশনের প্রক্রিয়া। পরের দিকে পুলিশি টহলের মাঝে নিয়মভঙ্গকারীদের জন্য কড়া হয় প্রশাসন। জায়গায় জায়গার ঘুরে চালানো হয় প্রচার অভিযান। গ্রেফতার করা হয় অনেককে।
উৎসবের সময় একশ্রেণির মানুষের নিয়ন্ত্রণহীন ভিড় ও করোনা বিধিনিষেধ না মেনে চলায় পুজোর পর থেকেই রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কলকাতা ও সংলগ্ন কয়েকটি জেলাতে যে হার সবথেকে বেশি। আর যার জেরেই নবান্নে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর সংক্রমণ রুখতে প্রশাসনকে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে প্রশাসন। ফেরানো হয়েছে রাত্রিকালীন বিধিনিষেধ। পাশাপাশি বিভিন্ন জেলায় ফেরানো হচ্ছে মাইক্রো কনটেনমেন্ট জোন। প্রশাসনের শীর্ষমহল থেকে বার্তা পাওয়ার পরই বিভিন্ন স্থানীয় প্রশাসনের তরফেও বাড়ানো হয়েছে আগল। বদলানো হয় রেস্তোরাঁ-পানশালা খোলা রাখার নিয়মকানুন। ইতিমধ্যেই নৈশ নিয়ম না মানার জেরে গ্রেফতার করা হয়েছিল আগেও। এবার কার্যত লকডাউনের মাঝে মাস্ক না পরার জেরে গ্রেফতার করা হল অনেককে।
আরও পড়ুন- বেলাগাম করোনা, বৃহস্পতি-শনিবার রাজপুর-সোনারপুরের ৩৫টি ওয়ার্ডে কার্যত লকডাউন
আরও পড়ুন- আজ থেকে ৩ দিন বন্ধ রাজপুর-সোনারপুর পুর-এলাকার বাজার, দোকান