Cooch Behar: বোমা তৈরির সময়ে পুলিশি হানা, হাতেনাতে পাকড়াও ২
লাগাতার হিংসা অব্যাহত। জায়গায় জায়গায় বোমাবাজি গন্ডগোল। আজই বোমা বাঁধতে গিয়ে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে।
কোচবিহার: বোমা তৈরির সময়ে হানা পুলিশের। কোচবিহারের সিতাইয়ে হাতেনাতে পাকড়াও ২। সিতাইয়ে বাড়িতে তৈরি হচ্ছিল বোমা, পুলিশ সূত্রে খবর। বোমা তৈরির সময় হানা দেয় পুলিশ। উদ্ধার ৩টি তাজা বোমা ও প্রচুর তৈরির মশলা। বাড়ির মালিক-সহ গ্রেফতার ২।
লাগাতার হিংসা অব্যাহত। জায়গায় জায়গায় বোমাবাজি গন্ডগোল। আজই বোমা বাঁধতে গিয়ে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। পঞ্চায়েত ভোটের আগে যেন বারুদের স্তূপে বাংলা! জায়গায় জায়গায় বোমাবাজি, উদ্ধারও হল তাজা বোমা!
মুর্শিদাবাদের রাণীনগরে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা। তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে চলল ইট ছোড়াছুড়ি। ডোমকলের SDPO-র নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ বাহিনী। বেলডাঙা থানার বাগানিপাড়ায় বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল আলিম শেখ নামে এক ব্যক্তির।
আজ পঞ্চায়েত নির্বাচনের আবহে আরও একটি মৃত্যুর সাক্ষী হল বাংলা! মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল বছর ৫০-এক দুষ্কৃতীর! এ নিয়ে পঞ্চায়েত ভোট শুরুর আগেই, ১৬ দিনে রাজ্যে মৃত্যু হল ১০ জনের!
শনিবার সকাল সোয়া নটা। বেলডাঙার মহ্যমপুর বাগানপাড়ায় জোরাল শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্য়ক্তি। মাথা, মুখ-সহ শরীরের বিভিন্ন অংশ থেকে অনবরত বেরিয়ে যাচ্ছে রক্ত! পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় আলিম বিশ্বাস নামে এক দুষ্কৃতীর।
চারদিকে পাটক্ষেত, আর তার মাঝেই কিছুটা অংশ ফাঁকা জমি। অভিযোগ, যাতে কেউ বুঝতে না পারে, পরে সিআইডির বম্বস্কোয়াড এসে পড়ে তাকা তাজা বোমাগুলি উদ্ধার করে। বেলডাঙায় যখন বোমা বাঁধতে গিয়ে একজনের প্রাণ গেল, তখন মুর্শিদাবাদেরই রানিনগরে শুক্রবার রাতভর চলল বোমাবাজি। তৃণমূলের অভিযোগ, রানিনগরের গোধনপাড়ায় তাঁদের কর্মীরা বসেছিলেন। তখনই হামলা চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা।
কোচবিহারের দিনহাটায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা। দিনহাটার পুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ২৫১ নম্বর বুথে কংগ্রেসের প্রার্থী হয়েছেন আসাদুল মিয়া। আজ সকালে তাঁর বাড়ির সামনে বোমা পড়ে থাকতে দেখা যায়। আতঙ্কিত কংগ্রেস প্রার্থী ও তাঁর পরিবার। ভয় দেখাতেই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে বোমা রাখা হয় বলে অনুমান।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বোমা বাঁধতে গিয়ে জখম দুষকৃতী। আহতের পরিচয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের দাবি, আরিফ হোসেন নামে ওই দুষকৃতী তৃণমূলের ঘনিষ্ঠ। অভিযোগ অস্বীকার করে আহত দুষকৃতীর সঙ্গে সিপিএম ও আইএসএফ-এর যোগ রয়েছে বলে দাবি করেছে তৃণমূল।