(Source: ECI/ABP News/ABP Majha)
LPG Price Cut: একধাক্কায় কমল ২০০! 'ভোটের জন্যই সুরাহা', খোঁচা বিরোধীদের
LPG Price: UPA জমানার তুলনায় NDA জমানায় রান্নার গ্যাসের দাম কতটা বেড়েছে, ভর্তুকির পরিমাণ কোথায় দাঁড়িয়েছে সেই তুলনাও টেনে আনা হচ্ছে।
উজ্জ্বল মুখোপাধ্য়ায়, সত্য়জিৎ বৈদ্য় ও শিবাশিস মৌলিক, কলকাতা: সব ঠিক থাকলে এই বছরের শেষেই পাঁচ রাজ্যে ভোট। আগামী বছর লোকসভা নির্বাচন। ঠিক এমন সময়ে রান্নার গ্যাস সিলিন্ডারে এক ধাক্কায় ২০০ টাকা কমাল কেন্দ্রের মোদি সরকার। বিজেপির তরফে এই সিদ্ধান্তকে দেশবাসীর জন্য রাখির উপহার বলা হয়েছে। যদিও বিরোধীদের দাবি, ভোট-অঙ্কের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বিজেপি (BJP) সরকারের। UPA জমানার তুলনায় NDA জমানায় রান্নার গ্যাসের দাম কতটা বেড়েছে, ভর্তুকির পরিমাণ কোথায় দাঁড়িয়েছে সেই তুলনাও টেনে আনা হচ্ছে।
মাস তিনেক আগে কর্ণাটকের বিধানসভা ভোটে কংগ্রেসের কাছে ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপি। আর তিন মাস পরেই ভোট রয়েছে আরও পাঁচ রাজ্য়ে। যার মধ্য়ে তিনটি রাজ্য়েই আগেরবার হেরেছিল গেরুয়া ব্রিগেড। এই প্রেক্ষাপটে রান্নার গ্য়াসের দামে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল মোদি সরকার। অর্থাৎ রান্নার গ্য়াস (LPG Price Cut) প্রতি দাম কমে গেল ২০০ টাকা।
দাম কমানোর ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'রাখিবন্ধন সব পরিবারের কাছেই খুশির দিন। গ্য়াসের দাম কমার ফলে বোনেদের সমস্য়া কমবে, তাঁদের জীবনযাপন আরও সহজ হবে। আমার বোনেরা খুশি থাকুক, সুস্থ থাকুন, সুখী থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।' এই পোস্টের পরেই কটাক্ষ ধেয়ে এসেছে বিরোধীদের তরফে। পাঁচ রাজ্য়ের ভোট এগিয়ে আসছে, সেই কারণেই আচমকা উপহার দেওয়ার কথা মনে পড়েছে মোদি সরকারের।
আগামী লোকসভা ভোট (Parliament Election) মাথায় রেখেই সলতে তৈরি হয়ে গিয়েছে INDIA জোটের। মুম্বইয়ে বিরোধীদের INDIA জোটের তৃতীয় বৈঠক হতে চলেছে। সেই প্রসঙ্গ তুলেই মমতা বন্দ্য়োপাধ্য়ায় সোশাল মিডিয়ায় লিখেছেন, 'গত দুমাসে এখনও অবধি INDIA জোটের মাত্র দুটো বৈঠক হয়েছে। তাতেই আমরা দেখলাম, রান্নার গ্য়াসের দাম ২০০ টাকা কমে গেল। এই হল INDIA-র দম!'
রান্নার গ্য়াসের দামে ২০০ টাকা ভর্তুকির সিদ্ধান্ত নিয়ে বিজেপি যখন প্রচারে নেমে পড়েছে, তখন অনেকে মনে করিয়ে দিচ্ছেন, UPA জমানার কথা। এরপরও কলকাতায় রান্নার গ্য়াসের দাম কমে হবে ৯২৯ টাকা। ২০১৪ সালে কংগ্রেস শাসিত UPA সরকার যাওয়ার সময় এই দাম ছিল ৪১৪ টাকা। পরিসংখ্যান বলছে, ২০২০ সালের ডিসেম্বরে ১৪.২ কেজির রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। ২০২১ সালের ৬ অক্টোবর এই দাম বেড়ে হয় ৯২৬ টাকা। ২০২২ সালের ৬ জুলাই রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম আরও বেড়ে হয় ১ হাজার ৭৯ টাকা। আর এবছরের পয়লা মার্চ সেই দাম আরও বেড়ে হয় ১ হাজার ১২৯ টাকা। অর্থাৎ শুধুমাত্র গত ৩ বছরেই রান্নার গ্যাসের দাম বেড়েছে ৪০৯ টাকা! আর এখন ভর্তুকি বৃদ্ধির ফলে গ্য়াসের দাম কমবে ২০০ টাকা।
সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'কয়েকদিন পরে কয়েকটা রাজ্যে ভোট। বিজেপি হারবে, চেষ্টা করছে যাতে হার এড়ানো যায়। তাও বাঁচতে পারবে না। এখন যদি কমায়, ৬ মাস আগে কমেনি কেন?'
কংগ্রেসের (Congress) দাবি, ২০০৪ থেকে ২০১৪ অবধি ১০ বছরে রান্নার গ্য়াসের ভর্তুকি বাবদ UPA সরকারের খরচ হয়েছিল ২ লক্ষ ১৪ হাজার ৪৭৪ কোটি টাকা। আর শেষ ৯ বছরে ভর্তুকি বাবদ মোদি সরকারের খরচ হয়েছে মাত্র ৩৬ হাজার ৫৯৮ কোটি টাকা। এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, মোদি সরকারের জমানায় গ্য়াসের দাম যে হারে বেড়েছে, আর ভর্তুকি যেভাবে কমেছে, সেটা মাথায় রাখলে, ২০০ টাকা কি স্বস্তি, না কি নির্বাচনী গিমিক? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, 'মোদি বুঝেছেন প্রতিদিনের যা প্রয়োজন গ্যাস-তেল, এগুলির যদি দাম না কমাই তাহলে এরপর সব ভোটে ধাক্কা খেতে হবে। এগুলি দাম কমানো নয়, ভোটের আগে প্রলোভিত করার চেষ্টা।' পাল্টা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, 'গোটা ভারতের নিরিখে বাংলার মানুষের গরিবি অনেক বেশি, মাথাপিছু আয় অনেক কম।'
আরও পড়ুন: আজ এই ৬ স্টক দিতে পারে লাভ, কোথায় রাখবেন স্টপ লস ?