Share Market: আজ এই ৬ স্টক দিতে পারে লাভ, কোথায় রাখবেন স্টপ লস ?
Stock Market: আজ লাভের মুখ দেখতে চাইলে বিনিয়োগ (Investments) করতে পারেন এই ৬ স্টকে।
Stock Market: আজ লাভের মুখ দেখতে চাইলে বিনিয়োগ (Investments) করতে পারেন এই ৬ স্টকে। তবে যেখানে-সেখানে এন্ট্রি (Share Market) করলে হতে পারে লস। তাই বিনিয়োগের আগে জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ (Sensex)।
Sensex: নিফটির আউটলুক সম্পর্কে রেলিগেয়ার ব্রোকিংয়ের এসভিপি-টেকনিক্যাল রিসার্চ অজিত মিশ্র বলেছেন, ''বিশ্ববাজারের সাম্প্রতিক প্রভাব পড়েছে ভারতের বাজারে। সেই কারণে এখনও নেতিবাচক পরিস্থিতি রয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে। ভারতের বাজারে এই চাপ কমানোর জন্য আমাদের স্বল্পমেয়াদি মুভিং অ্যাভারেজে ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। নিফটি এখন 20 EMA বা 19,430 লেভেলের আশেপাশে রয়েছে । এর ওপরে গেলে বিনিয়োগকারীদের উৎসাহ বাড়বে মার্কেটে।''
Nifty: কোথায় রয়েছে নিফটির সাপোর্ট
LKP সিকিউরিটিজের সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট রূপক দের মতে,নিফটিতে নীচে সাপোর্ট 19245-পয়েন্ট ধরে রাখলে পতন খুব একটা বেশি হবে না। সেই ক্ষেত্রে ওপরের দিকে রেজিস্ট্যান্স 19,425 পয়েন্টে থাকতে হবে। এই স্তর ভেঙে গেলে ট্রেডিংয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে ট্রেডারদের।
Bank NIfty: আজ কোন পথে ব্যাঙ্ক নিফটি
নিফটির জন্য দৃষ্টিভঙ্গি সম্পর্কে এলকেপি সিকিউরিটিজের সিনিয়র টেকনিক্যাল অ্যান্ড ডেরিভেটিভ অ্যানালিস্ট কুনাল শাহ জানিয়েছেন, সূচকটি বুল ও বেয়ার মধ্যে লড়াইয়ে পড়ে গেছেন। যার ফলে সাইডওয়েজ ট্রেডিং চলেছে ব্যাঙ্ক নিফটিতে। এখানে অপশন ডেটা 44,000 পুট অপশন এবং 45,000 কল অপশন উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য স্তর একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তাত্ক্ষণিক টেকনিক্যাল চার্টে দেখা যাচ্ছে, সূচকটি 44,650 পয়েন্টে একটি বাধার সম্মুখীন হতে পারে।
এইসব বিষয়ের ওপর ভিত্তি করে এই ৬টি স্টকে বিনিয়োগ করতে পারেন আজ।
1.India Cements: Buy India Cements 243, stoploss 238, target 248
2.JSW Steel: Buy JSW Steel 783, stoploss 773, target 795
3.Marico: Buy Marico 562.50, stoploss 550, target 585
4.UPL Limited: Buy UPL 597, stoploss 585, target 621
5.Berger Paints: Buy Berger Paints 720, stop loss 714, target price 732
6.BHEL: Buy BHEL 114.65 , stoploss 112, target 118.
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি, যে বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সব সময় একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। তাই কোনও স্টকে বিনিয়োগ করার আগে ভাল করে মূল্যায়ন করে নিন।)
LPG Cylinder Price: গৃহস্থের হেঁশেলে স্বস্তি? কমছে রান্নার গ্যাসের দাম