South 24 Parganas News: ক্যানিংয়ে 'আক্রান্ত' বিজেপি, 'জমি সমস্যা' বলে পাল্টা দাবি তৃণমূলের
Lok Sabha Election Result 2024: লোকসভা ভোটের ফল ঘোষণার পর, দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত বিরোধী। একাধিক অভিযোগ উঠলেও উড়িয়েছে তৃণমূল।
শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ের কাঠপোল এলাকায় আক্রান্ত বিজেপি নেত্রীর পরিবার। তাঁর স্বামী ও মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সহ সভানেত্রী মামণি দাসের অভিযোগ, 'পরেশ দাসের শীলা, যে প্রধান হয়েছে ওঁর লোকজন গিয়ে মারধর করেছে।' ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাবি, 'সামান্য সামান্য দু-একটা ছুটকো আক্রমণ করে আমাদের কোনও লাভ হবে না। এটা পুরোপুরি মিথ্যে।'
লোকসভা ভোটের ফল ঘোষণার পর, দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত বিরোধী। ক্যানিংয়ের কাঠপোল এলাকায় বিজেপি নেত্রীর স্বামী ও বৃদ্ধা মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ভোটের ফল প্রকাশের পরে, জয়নগরে বিজেপির সাংগঠনিক জেলা সহ সভানেত্রীর বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সহ সভানেত্রী মামণি দাসের অভিযোগ, '১৭ তারিখ রাত ৯টায় হুইপ জারি করে এসেছে। আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছি, তা সত্ত্বেও আজকে এইভাবে মারধর করেছে। ওদের হাতে অস্ত্র ছিল, আমার ঘরে ভাঙচুরও করেছে।' ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের দাবি, 'এটা মোটামুটি পুরোপুরি মিথ্যে, কারণ যাঁর নাম বলছেন তাঁর বাড়ি এখানে না। তাঁর বাড়ি বাসন্তী ব্লকে। ওই এলাকায় কোনও পাশপাশি জায়গা জমি নিয়ে একটা সমস্যা ছিল, তাদের সঙ্গে গন্ডগোল হয়েছে। পুলিশ দেখছে ব্যাপারটা।'
আহত দু'জনকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতা স্থানান্তিরত করা হয়েছে। অভিযোগ ভোট চলাকালীন একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল বিজেপি নেত্রীকে। এবার আক্রান্ত হল তাঁর পরিবার।
ক্যানিংয়ে আরও অভিযোগ:
জয়নগর লোকসভায় তৃণমূলের জয়ের পর, ক্যানিংয়ের কোরাকাটিতে বিজেপি নেতার বাড়িতে ইটবৃষ্টির অভিযোগ উঠল
তৃণমূলের বিরুদ্ধে। ভাঙল জানলার কাচ, দরজা। অভিযোগ, গতকাল রাত ৯টা নাগাদ বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মুখপাত্র সঞ্জয় নায়েকের বাড়িতে হামলা চালানো হয়। লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই দিকে দিকে কর্মী, সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, দাবি বিজেপি নেতৃত্বের। অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস।
অন্য জেলাতেও অভিযোগ:
মেদিনীপুর লোকসভায় তৃণমূলের জয়ের পর, নারায়ণগড়ের যমুনা এলাকায় আক্রান্ত বিজেপি। গতকাল রাতে এক বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর করে আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর চায়ের দোকান ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, রাত নামলেই তৃণমূলের লোকজন চড়াও হচ্ছে। চলছে হুমকি। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।