Presidency University: হস্টেলের দাবিতে আন্দোলন, রাতভর বিক্ষোভে প্রেসিডেন্সির পড়ুয়ারা
Student Protest: রাতভর কার্যত ঘেরাও করে রাখা হল ডিন অফ স্টুডেন্টস ও বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট অফিসারকে।
কলকাতা: হস্টেলের দাবিতে আন্দোলনে প্রেসিডেন্সির (Presidency University Update) পড়ুয়ারা। হস্টেলের বন্ধ অংশ খোলার পাশাপাশি মেস চালুর দাবিতে রাতভর বিক্ষোভ। গতকাল ডিনের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর রাতভর ঘেরা করা হয়।
রাতভর বিক্ষোভে পড়ুয়ারা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেল নিয়ে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ পড়ুয়াদের। রাতভর কার্যত ঘেরাও করে রাখা হল ডিন অফ স্টুডেন্টস ও বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট অফিসারকে। কোভিডের পর থেকে বন্ধ হয়ে যাওয়া মেস ব্যবস্থা চালুর দাবিতে ফের আন্দোলনে নামল পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে হিন্দু হস্টেলের একাংশ। বেহাল অবস্থায় পড়ে থাকা হিন্দু হস্টেলের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডও দ্রুত খোলার দাবি তুলেছে তাঁরা। এর পাশাপাশি, ১৭ হাজার টাকার বদলে মেস খরচ বাবদ কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা দিতে হবে বলেও দাবি করেছে পড়ুয়ারা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ২০২২ সালের মার্চ মাসে হিন্দু হস্টেল খোলা হলেও মেসের ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ। অভিযোগ, গত ২ বছর ধরে বারবার আবেদন জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। আবাসিকরা বাধ্য হয়ে নিজের উদ্যোগে মেস চালু করলেও পাকাপাকি কোনও ব্যবস্থা নেননি ডিন। মেসখরচ বাবদ ১৭ হাজার কর্তৃপক্ষ দিলেও তা যথেষ্ট নয় বলে দাবি পড়ুয়াদের। আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, এই দাবিগুলি না মানা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি,
- কর্তৃপক্ষকে মেসের জন্য স্থায়ী বন্দোবস্ত করতে হবে।
- মেসের খরতে বাবদ ১৭ হাজার টাকার বদলে ৬০ হাজার টাকা দিতে হবে।
- দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা হিন্দু হস্টেলে ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড খোলার ব্যবস্থা করতে হবে।
- ২০১৮ সাল থেকে হস্টেলের সংস্কার বাবদ যা খরচ হয়েছে তার কাগজ দেখাতে হবে।
- হস্টেলের সংশ্লিষ্ট তিন ওয়ার্ড সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এদিকে সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণা দামানির বিরুদ্ধে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। ধৃত কৃষ্ণা দামানিকে নিয়ে, গতকালই তাঁর সংস্থায় তল্লাশি চালায় কলকাতা পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রচুর নথি। সূত্রের খবর,এখনও পর্যন্ত প্রায় ২০ কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। মুকুন্দপুরে সাউথ পয়েন্ট স্কুলের নির্মীয়মান দ্বিতীয় ক্যাম্পাস থেকেও প্রচুর টাকা নয়ছয় করা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ayodhya: রামমন্দির দর্শন করাতে উদ্যোগী গেরুয়া শিবির, হাওড়া থেকে রওনা আস্থা স্পেশাল ট্রেনের