Recruitment Scam: প্রাথমিকে চাকরির জন্য নাম সুপারিশ দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতা ঠাকুরের ! উল্লেখ CBI চার্জশিটে
Primary Recruitment Scam CBI Charge Sheet: চাকরির সুপারিশ করে চিঠি, CBI-র চার্জশিটে একের পর এক প্রভাবশালী, নাম সুপারিশ দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতা ঠাকুরের !

প্রকাশ সিন্হা, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, কলকাতা: প্রাথমিকে চাকরির সুপারিশ করে তৃণমূল-বিজেপি দু'দলের নেতাদেরই চিঠি! চাকরির সুপারিশ করে চিঠি, CBI-র চার্জশিটে একের পর এক প্রভাবশালী। বিকাশ ভবনের ওয়্যার হাউসে ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ, CBI-চার্জশিটে দিব্যেন্দু অধিকারীর নাম। প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ, CBI-চার্জশিটে ভারতী ঘোষের নাম। প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ, CBI-চার্জশিটে মমতা ঠাকুরের নাম।

'চাকরির জন্য ২০জনের নামের তালিকা দিব্যেন্দু অধিকারীর'তমলুকের তৎকালীন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।'চাকরির জন্য ২০জনের নামের তালিকা মমতা ঠাকুরের'। বনগাঁর তৎকালীন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর।'চাকরির জন্য ৪জনের তালিকা দিয়ে সুপারিশ ভারতী ঘোষের' । পঃ মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার, বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ।'পার্থ-মানিক-কুন্তল-কালীঘাটের কাকুর মাধ্যমে চাকরির জন্য সুপারিশ'। সূত্র মারফৎ খবর, প্রাথমিকে চাকরির সুপারিশ করেছিলেন প্রভাবশালীরা, দাবি CBI-এর। ৩২৪জনের নামে সুপারিশ, ১৩৪জন চাকরি পাওয়ার দাবি কেন্দ্রীয় এজেন্সির: সূত্র । প্রভাবশালীদের সুপারিশের সূত্রেই খুলবে তদন্তের নতুন অধ্যায়, দাবি CBI-এর।

'চাকরি নয়, একজনের পরীক্ষাকেন্দ্র বদলের জন্য সুপারিশ করেছিলাম। একজন অসুবিধেয় পড়েছিল, উপকার করতে চেয়েছিলাম। তারজন্য যে চার্জশিটে নাম থাকবে, ভাবতেও পারিনি। যখনই কাউকে সাহায্য করেছি, আইন মেনেই করেছি। জিজ্ঞাসাবাদের আগেই কীভাবে সিবিআইয়ের চার্জশিটে নাম?'প্রশ্ন বিজেপি নেত্রী তথা তৎকালীন পঃ মেদিনীপুরের এসপি ভারতী ঘোষের ।

দিব্যেন্দু অধিকারী, মমতা ঠাকুর থেকে ভারতী ঘোষ, প্রাথমিক স্কুলে চাকরির সুপারিশ করেছিলেন এরকম আরও অনেকে। প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে দেওয়া নথিতে, এমনই চাঞ্চল্য়কর দাবি করেছে CBI। কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে, গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়্যারহাউসে তল্লাশি চালিয়ে এই নথি উদ্ধার হয়। বিকাশ ভবনের গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৩২৪ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা।আর তাদের সুপারিশ করেছেন রাজনৈতিক প্রভাবশালীরা।
সুপারিশ করা প্রার্থীদের মধ্যে ১৩৪ জনকে নিয়োগও করা হয়েছে ,প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই!আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআই যে নথি জমা দিয়েছে, তাতে সুপারিশকারী হিসেবে নাম রয়েছে তৎকালীন তৃণমূল সাংসদ দিব্যেনদু অধিকারীর, যিনি শুভেনদু অধিকারীর ভাই। এছাড়াও নাম রয়েছে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর ও পশ্চিম মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষের।
গত বছর জুন মাসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে টানা তিনদিন ধরে বিকাশ ভবনের গোডাউনে তল্লাশি চালায় সিবিআই। উদ্ধার হয় রাশি রাশি নথি। সিবিআই-এর দাবি, সেখানেই একটি নথিতে ২০১৪-র প্রাথমিক টেটের ৩২৪ জন চাকরিপ্রার্থীর নাম ও রোল নম্বর পাওয়া যায়। তাঁদের নাম কারা সুপারিশ করেছিলেন সেই উল্লেখও রয়েছে নথিতে। চাকরিপ্রার্থীদের নামের তালিকার উপরেই নাম রয়েছে তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের, যিনি কপিলকৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পর ২০১৫ সালে উপনির্বাচনে জয়ী হয়ে বনগাঁর সাংসদ হন।
আরও পড়ুন, 'কলকাতা পুলিশের কাছ থেকে এটা অপ্রত্যাশিত ! এটা তদন্ত হচ্ছে?'
সিবিআই-এর দেওয়া তালিকায় নাম রয়েছে ভারতী ঘোষেরও, যিনি বর্তমানে বিজেপির নেত্রী। তবে, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন তিনি। ওই বছরই শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া তমলুক আসন থেকে উপনির্বাচনে জিতে তৃণমূলের হয়ে সংসদে যান দিব্যেন্দু অধিকারী। তিনি এখন বিজেপিতে। চার্জশিট না দেখে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী। চার্জশিটে সিবিআই দাবি করেছে, সুপারিশের তালিকায় নাম থাকা ১৩৪ জনকে নিয়োগও করা হয়েছে।






















