North Dinajpur: টাকা নেই, মুখ ফিরিয়েছে অ্যাম্বুল্যান্স! সন্তানের দেহ ব্যাগেই ফেরালেন বাবা
জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের পর এবার উত্তর দিনাজপুর। ফিরল সেই অমানবিক ছবি। টাকার অভাবে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে না পেরে মৃত সন্তানকে ব্যাগে ভরে ফিরতে হল বাবাকে।
![North Dinajpur: টাকা নেই, মুখ ফিরিয়েছে অ্যাম্বুল্যান্স! সন্তানের দেহ ব্যাগেই ফেরালেন বাবা private ambulance refused to take dead body father returned dead child in a bag North Dinajpur: টাকা নেই, মুখ ফিরিয়েছে অ্যাম্বুল্যান্স! সন্তানের দেহ ব্যাগেই ফেরালেন বাবা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/14/2fb72bf22281da769a0cc76479d5e392168407417247751_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের মতো ফের এক অমানবিক ঘটনার সাক্ষী হল উত্তর দিনাজপুর (North Dinajpur)। বেসরকারি অ্যাম্বুল্যান্সের দাবি মতো টাকার সংস্থান না করতে পেরে, মৃত সন্তানকে ব্যাগে করে ফিরলেন কালিয়াগঞ্জের বাসিন্দা। অমানবিক এই ঘটনা প্রত্যাশিত নয় বলে কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল। ঘটনা প্রকাশ্যে আসার পর 'এগিয়ে বাংলা' মডেলকে বিঁধল বিজেপি।
ফের এক অমানবিক ঘটনার সাক্ষী: জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের পর এবার উত্তর দিনাজপুর। ফিরল সেই অমানবিক ছবি। টাকার অভাবে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে না পেরে মৃত সন্তানকে ব্যাগে ভরে ফিরতে হল বাবাকে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এই মর্মান্তিক ঘটনা সামনে আসতেই শোরগোল। ফের একবার লজ্জায় মাথা হেঁট হয়ে গেল বাংলার।সূত্রের খবর, অসুস্থ সন্তানকে বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করেন কালিয়াগঞ্জের বাসিন্দা অসীম দেবশর্মা। খাদ্যনালীতে সংক্রমণের কারণে শনিবার গভীর রাতে মৃত্যু হয় ৪ মাসের শিশুর। অভিযোগ, রবিবার দুপুর ১২টা নাগাদ হাসপাতাল থেকে মৃত শিশুকে ফেরত আনতে গেলে মেলেনি সরকারি অ্যাম্বুল্যান্স। বেসরকারি অ্যাম্বুল্যান্স ৮ হাজার টাকা দাবি করায়, শেষমেশ জামাকাপড় ভর্তি ব্যাগে সন্তানকে ভরে বাড়ির পথে রওনা হন বাবা।
বুকে সন্তান হারানোর বেদনা অথচ হাতের ব্যাগে ধরে আছেন মৃত ছেলের দেহ।শিলিগুড়ি থেকে বাসে কালিয়াগঞ্জে ফেরার পর শেষপর্যন্ত স্থানীয় বিজেপি কাউন্সিলরের সহায়তায় অ্যাম্বুল্যান্সে ঠাঁই পায় শিশু-সহ ব্যাগটি। ততক্ষণে শোকে কার্যত পাথর বাবা। এই মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরে ট্যুইটে 'এগিয়ে বাংলা' মডেলকে খোঁচা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লেখেন,দুর্ভাগ্যবশত এটাই 'এগিয়ে বাংলা'র প্রকৃত রূপ! ঘটনার পিছনে কার গাফিলতি, তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
এর আগে, ২০ এপ্রিল, অ্য়াম্বুল্যান্সের টাকার সংস্থান না করতে পেরে ট্রেনে করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় বর্ধমানের বাসিন্দা মেনকা কোড়ার। তার প্রায় সাড়ে ৩ মাস আগে, বেসরকারি অ্যাম্বুল্যান্সের দাবি মতো টাকা দিতে না পারায় কাঁধে করে মায়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে ফিরতে হয় জলপাইগুড়ির বাসিন্দাকে।এই দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক মর্মান্তিক ছবি উঠে এল উত্তর দিনাজপুরে।
আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)