Howrah News: দিনভর বিক্ষোভ, হিংসা, অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ায়, বাতিল একাধিক ট্রেন
Prophet Remarks Protest: শুধু সড়ক পথ নয়, রেল লাইনে টায়ার জ্বালিয়ে অবরোধ চলে চেঙ্গাইল স্টেশনেও (Prophet Remarks Protest)। যার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লা ও লোকাল ট্রেন।
![Howrah News: দিনভর বিক্ষোভ, হিংসা, অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ায়, বাতিল একাধিক ট্রেন Prophet Remarks Protest Several trains cancelled roads blocked tension intensifies in Howrah Howrah News: দিনভর বিক্ষোভ, হিংসা, অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ায়, বাতিল একাধিক ট্রেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/10/cdfe50e29f2c6b9f766abe2fc4b1c807_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হাওড়া: বৃহস্পতিবার লাগাতার ১১ ঘণ্টা পথ অবরোধের জেরে চরম সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ (Howrah News)। ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন নিত্যযাত্রী থেকে ক্যানসার রোগী, সকলেই। শুক্রবারও তার ব্যতিক্রম হল না। দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ফের হাওড়ায় পথ অবরোধ করা হল। তাতে আবারও ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ। বাতিল হল একাধিক ট্রেন।
শুক্রবারও দিনভর বিক্ষোভ, অশান্তি
শুক্রবার পৌনে ২টো নাগাদ অবরোধ শুরু হয় উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়ে। জাতীয় সড়কে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। হাওড়া স্টেশনে ট্রেন ধরতে, উলুবেড়িয়া থেকেই হাঁটতে দেখা যায় এক পরিযায়ী শ্রমিককে। আদতে নন্দীগ্রামের বাসিন্দা অমৃত দাস নামের ওই ব্যক্তি বলেন, "৪টে ২৫-এ হাওড়া থেকে ট্রেন। এখন তিনটে বাজে, গাড়ি থেকে নেমে হাঁটছি।"
শুধু সড়ক পথ নয়, রেল লাইনে টায়ার জ্বালিয়ে অবরোধ চলে চেঙ্গাইল স্টেশনেও (Prophet Remarks Protest)। যার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লা ও লোকাল ট্রেন। সাধারণ মানুষের এই চূড়ান্ত ভোগান্তির মধ্যেই একে অন্যকে দোষারোপে ব্যস্ত থাকল তৃণমূল-বিজেপি। হিংসাকে কোনও মতেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করলেও রাজ্য়ের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপি-কেই অশান্তি তৈরির জন্য দায়ী করেছেন। তাদের উস্কানিতেই আজ এই পরিস্থিতি বলে মন্তব্য করেছেন তিনি। অন্য দিকে, সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আর্জি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: Suvendu Adhikari : অবরোধ-বিক্ষোভে অগ্নিগর্ভ হাওড়া, সেনা নামানোর দাবি শুভেন্দুর; কী বলল তৃণমূল
কিন্তু দিনভর অবরোধ-বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ায়। তার জেরে বিঘ্নিত রেল পরিষেবাও। হাওড়া-খড়গপুর শাখায় রেল পরিষেবায় বিঘ্ন। বাতিল হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস, হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেস। বাতিল হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেসও। হাওড়া-দিঘা স্পেশাল, শালিমার-পুরী এক্সপ্রেস, আপ-ডাউন মিলিয়ে ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
বাতিল একাধিক ট্রেন
শনিবার বাতিল টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস। গতিপথ পরিবর্তন হয়েছে হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস,
হাওড়া-মুম্বই সাপ্তাহিক এক্সপ্রেসের।
সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ দিন হাওড়া গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সোমবার সকাল ৬টা পর্যন্ত আপাতত হাওড়া গ্রামীণে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া গ্রামীণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল শুক্রবার রাতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)