Suvendu Adhikari : অবরোধ-বিক্ষোভে অগ্নিগর্ভ হাওড়া, সেনা নামানোর দাবি শুভেন্দুর; কী বলল তৃণমূল
Firhad Hakim and Suvendu Adhikari : রণক্ষেত্র উলুবেড়িয়া, ধূলাগড়। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন। সলপে কোনা এক্সপ্রেসওয়েতে ৮ কিমি লম্বা গাড়ির সারি
কলকাতা : দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজও অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত হাওড়া (Howrah)। অগ্নিগর্ভ বিভিন্ন এলাকা। রণক্ষেত্র উলুবেড়িয়া, ধূলাগড়। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন। সলপে কোনা এক্সপ্রেসওয়েতে ৮ কিমি লম্বা গাড়ির সারি। পাঁচলায় তাদের পার্টি অফিসেও হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে বিজেপি। এদিকে বিভিন্ন জায়গায় এই অশান্তির প্রতিবাদে সরব হলেন বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেনা নামিয়ে মানুষের জীবন-সম্পত্তি রক্ষার আবেদন জানিয়ে রাজ্যপালকে মেল করেছেন তিনি।
কী বলছেন বিরোধী দলনেতা ?
শুভেন্দু বলেন, "এই মুহূর্তে উলুবেড়িয়ার নিমদিঘি থেকে পাঁচলা পর্যন্ত কয়েকশো গাড়ি ভাঙা হচ্ছে, পোড়ানো হচ্ছে। তাতে নিরপরাধ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। গোটা রাজ্যের আইন-শৃঙ্খলা হাতের বাইরে চলে গেছে। আমি বিরোধী দলনেতা হিসাবে সকাল থেকে রাজ্যপালকে একাধিক ভিডিও, ট্যুইট করেছি। মেলেও সেনা নামিয়ে মানুষের জীবন-সম্পত্তি রক্ষার আবেদন জানিয়েছি রাজ্যপালকে।
এদিন হাওড়ায় অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। অন্যদিকে, হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। উলুবেড়িয়া, পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। চেঙ্গাইলে হয় রেল অবরোধ। যার জেরে হাওড়া-খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেল অবরোধের জেরে ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হয় বহু মানুষকে।
কী বললেন ফিরহাদ ?
এভাবে প্রতিবাদ-বিক্ষোভ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, "কিছু মানুষ অন্যায়ভাবে এটা করছে। তার কারণ, কোনও ধর্ম মানুষকে কষ্ট দিয়ে হয় না। নিশ্চিতভাবে নূপুর শর্মার মন্তব্যের নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। এটা নিয়ে রাস্তায় নেমে মানুষের অসুবিধা করাটা অন্যায়। প্রতিবাদ করো, প্রয়োজনের সংগঠিতভাবে কোর্টে যাওয়া যেতে পারে, কিন্তু গুন্ডাগিরি করলে এখানে বিজেপি বাড়বে। "