RG Kar Incident: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বয়কট পুজো অনুদান! তালিকায় নাম লেখাল আর কোন কোন ক্লাব?
Durga Puja Donation Boycot: উত্তরপাড়ার তিনটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। এবার কোন্নগর মাস্টার পাড়ার ক্লাবও অনুদান প্রত্যাখান করল। জেলার আরও কিছু ক্লাবও একই পথে হাঁটল।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: উত্তরপাড়ার তিনটি পুজোর পর এবার কোন্নগরে পুজোর অনুদান বয়কট! মাইকে প্রচার করে ঘোষণা করা হল। কোন্নগর মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি পল্লিবাসীদের সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে আরজি করের ঘটনার প্রতিবাদে এবার পুজো অনুদান বয়কট করবে তারা। টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স ছাপিয়ে প্রচার করে অনুদান বয়কটের কথা প্রচার করেছেন পুজো কমিটির সদস্যরা।
এর আগে উত্তরপাড়া তিনটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। সেই উত্তরপাড়া থানা এলাকারই কোন্নগর মাস্টার পাড়া এবার পুজোর অনুদান প্রত্যাখ্যান করল। পুজো কমিটির সদস্য সোমা চক্রবর্তী বলেন, 'উৎসব পরে আসে, আগে আমাদের সম্মান। আমরা নারী আমরা বাইরে কাজ করি বা বাড়িতে থাকি, আমাদের সম্মানের সঙ্গে আমাদের পরিবারের সম্মানও জড়িয়ে থাকে। সেই জায়গাতেই আঘাত আসছে। আমরা প্রথমে দোষীর শাস্তি চাই। কারণ শাস্তি না হলে এটা প্রমাণ হয়ে যায় অপরাধ করেও কোনও শাস্তি হয় না। আমরা এই ঘটনাটা থেকে সরতে পারছি না। তাই আমরা বলছি অনুদান না, আগে মানুষ হিসেবে সেই মর্যাদা পাই। পল্লীবাসী সকলে এক বাক্যে জানিয়েছেন অনুদান নয়, তার আগে আমাদের নিরাপত্তা। তারপর উৎসব। অনুদান বয়কট আমাদের সেই প্রতিবাদ। আগে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।' পুজো কমিটির সদস্য কমল মুখোপাধ্যায় বলেন, 'আমাদের পুজো কমিটির মিটিং হয় সেখানে একজন মানুষও বলেননি যে তাঁরা অনুদানের পক্ষে। তাই সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা অনুদান বয়কট করব।' এরই সঙ্গে তাঁদের দাবি, সরকার যদি পরেরবার আর অনুদান না দিতে চায় তাতে তাঁদের কিছু যায় আসে না। এই অনুদানের ওপর ভরসা করে তাঁরা পুজো করেন না না বলে জানাচ্ছেন।
আরও একাধিক প্রত্যাখান:
পুজো অনুদানের ৮৫ হাজার টাকা না নেওয়ার সিদ্ধান্ত লালগোলার মহিলা পুজো কমিটিরও। লালগোলা সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব মহিলা কমিটির তরফে জানানো হয়েছে, পুজোর জন্য কোনওরকমের সরকারি অনুদান নেওয়া হবে না। কমিটির সম্পাদিকা কল্পনা ঘোষ বলেন, 'জীবন্ত দুর্গার নিরাপত্তা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। তাঁর টাকায় মাটির দুর্গাপুজো করা লজ্জাজনক হবে।' আরজি কর-কাণ্ডে এবার দুর্গাপুজোর সরকারি অনুদানে 'না' বারাসতের সরোজিনী পল্লী কল্যাণ সমিতি। রবিবার পাড়ার লোকজনের সঙ্গে বৈঠক করেন এই ক্লাবের কর্মকর্তারা। সেখানেই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়ে। শুধু,পুজোর অনুদানে মানা করেই সীমাবদ্ধ থাকেনি এই ক্লাব কমিটি। তার সঙ্গে তাঁদের সিদ্ধান্ত, এই বছর তাঁরা দুর্গাপুজো অনাড়ম্বরভাবে করতে চলেছেন। যেখানে কোনও জাঁকজমক থাকবে না। নির্যাতিতা চিকিৎসকের স্মৃতিতে দুর্গাপুজোয় রক্তদান এবং বস্ত্র বিতরণের মতো কর্মসূচিও নিয়েছে সরোজিনী পল্লী কল্যাণ সমিতি। রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যান করেছে জয়নগরের সৃজনী সঙ্ঘও।
আরও পড়ুন: জঙ্গলে উদ্ধার মহিলার দেহ! বিষ্ণুপুরে পরিবারের অভিযোগে চাঞ্চল্য
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।