High Court: রাজ্যের নিম্ন আদালতের বিচারক নিয়োগ পরীক্ষা সঠিক ভাবে নিয়েছে পিএসসি, ক্লিনচিট আদালতের
HC On Recruitment of Judge of Lower Court: 'স্থগিতাদেশ প্রত্যাহার, নিম্ন আদালতে বিচারক নিয়োগে কোনও বাধা রইল না...'

কলকাতা: নিম্ন আদালতের বিচারক নিয়োগ পরীক্ষা সঠিক ভাবে নিয়েছে পিএসসি, পিএসসিকে ক্লিনচিট আদালতের। মামলাকারীর আর্জি খারিজ, আর নিয়োগে কোনও বাধা রইল না, নির্দেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের।
২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছর ২০২৪ সালে হাইকোর্ট নিয়োগের উপর স্থগিতাদেশ দেয়, ফলে যাবতীয় নিয়োগ বন্ধ হয়ে যায়। ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ তুলে মামলা করেন এক ওবিসি পরীক্ষার্থী। ২৯ জন বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছর সেপ্টেম্বর মাসে ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। 'পিএসসি-র পদ্ধতি সঠিক থাকায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে', নিয়োগেও কোনও বাধা থাকছে না, মন্তব্য বিচারপতির। ২০২২ থেকে যে নিয়োগ আটকে ছিল সেটা এবার শুরু করা যাবে, ফলে তরুণরা আসতে পারবেন এই পেশায়, আদালতে জানালেম পিএসসি-র আইনজীবী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
