Purba Bardhaman News: অর্ধেক পুকুরে, অর্ধেক পাড়ে, নবাবহাটে ঝুলন্ত অ্যাম্বুল্যান্স থেকে অল্পের জন্য রক্ষা রোগীর
Purba Bardhaman News: অ্য়াম্বুল্যান্সের পিছনে থাকা গাড়ি গিয়ে পুকুরে পড়ে। কাচ ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: সাত সকালেই ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা। অল্পের জন্য তার হাত থেকে রক্ষা পেল রোগী সমেত একটি অ্যাম্বুল্যান্স। পুকুরে তলিয়ে যাওয়ার আগে শেষ মুহূর্তে পাড়ের ঢালে আটকে গেল অ্যাম্বুল্যান্সটি। তাতেই মৃত্যুর মুখ থেকে ফিরলেন রোগী এবং তাঁর পরিজনরা। অন্য একটি গাড়ি পুকুরে গিয়ে পড়লেও যাত্রীদের নিরাপদে উদ্ধার করে আনা সম্ভব হয়।
পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) নবাবহাট এলাকার ১০৮ নম্বর শিবমন্দির এলাকার ঘটনা। শুক্রবার সকাল ৭টা নাগাদ এই দুর্ঘটনা (Accident) ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক ২-বি ধরে গুসকরার দিক থেকে বর্ধমানের দিকে আসছিল অ্যাম্বুল্যান্সটি (Ambulance)। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ডান দিক চেপে এগিয়ে আসে। তাতেইই নিয়ন্ত্রণ হারায় অ্যাম্বুল্যান্সটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের দিকে ছুটে আসতে থাকে অ্যাম্বুল্যান্সটি। অর্ধেক অংশ পুকুরের জলে নেমেও যায়। কিন্তু পুকুরের পাড়ের ঢালে আটকে যায় পিছনের অংশ। তাতেই কোনও রকমে দুর্ঘটনা থেকে রক্ষা মেলে।
আরও পড়ুন: Coal Scam Case: কয়লা পাচারকাণ্ডে ফের মলয় ঘটককে নোটিস ইডি-র, ৮ ফেব্রুয়ারি দিল্লিতে তলব
দুর্ঘটনার সময় ওই অ্যাম্বুল্যান্সে এক রোগী-সহ তিন জন ছিলেন। নিরাপদেই অ্যাম্বুল্যান্স থেকে বেরিয়ে আসেন তাঁরা। রোগী এবং তাঁদের নিরাপদে বার করে এনে অন্য গাড়িতে চাপিয়ে হাসপাতালে পাঠান স্থানীয়রা।
অন্য দিকে, দুর্ঘটনার সময় অ্যাম্বুল্যান্সের পিছনেই ছিল একটি মারুতি ইকো গাড়িও। অ্যাম্বুল্যান্সটি ঢালে আটকে গেলেও, দ্রুত গতিতে ছুটে আসা ওই গাড়িটি সটান পুকুরের মধ্যে গিয়ে পড়ে। ওই গাড়িতে চার জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা জলে ঝাঁপিয়ে পড়েন। গাড়ির কাচ ভেঙে ভিতর থেকে উদ্ধার করে আনেন যাত্রীদের।