Purba Bardhaman: 'আক্ষেপ আছে মনে', ক্লাব অনুদান নিয়ে বিস্ফোরক মন্ত্রী!
Minister on Club Grant: বর্ধমান নাট্য় মেলার উদ্বোধনে গিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন রাজ্যের মন্ত্রী
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ক্লাবগুলোকে দীর্ঘদিন ধরেই অনুদান দিয়ে আসছে রাজ্য (West Bengal)। তা নিয়ে বারবার বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূল সরকারকে। এবার খোদ রাজ্যের মন্ত্রীর গলাতেই হতাশার সুর। রাজ্য়ের প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী স্বপন দেবনাথের (Swapan Debnath) আক্ষেপ, রাজ্য় সরকারের দেওয়া অনুদানের টাকা সাংস্কৃতিক কাজে ব্য়বহার করছে না ক্লাবগুলো। বর্ধমান নাট্য় মেলার উদ্বোধনে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য় করলেন রাজ্যের মন্ত্রী। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মন্ত্রীর মন্তব্য় নিয়ে শাসক দলকে নিশানা করছে বিজেপি- (BJP)।
কী বলেছেন মন্ত্রী:
রাজ্যের প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী স্বপন দেবনাথ বলেন, 'সাংস্কৃতিক কাজকর্মের মধ্য়ে যুক্ত থাকবে না। এটা হতে পারে। এটা আক্ষেপ আছে মনে। আমি আমার বিধানসভা কেন্দ্রে ৭৫টা ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দিয়েছি। একটা নাটক করে না। এত অনুদান যখন আসে। সরকারি অনুদান। তথ্য-সংস্কৃতি, ক্রীড়া দফতর...অরূপবাবু তার মন্ত্রী। অনেক অর্থ কিন্তু দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কেন ক্লাব বলবে টাকা নেই? এই বর্ধমান পুরসভাতে ১০০-র উপরে ক্লাব অর্থ পেয়েছে। ৫ লক্ষ করে টাকা।'
উপলক্ষ ছিল বর্ধমান নাট্য় মেলার উদ্বোধন। সেই অনুষ্ঠানে বক্তব্য় রাখতে গিয়ে এমন মন্তব্য় করলেন রাজ্য়ের প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী স্বপন দেবনাথ। ক্লাবগুলোকে তৃণমূল সরকারের দেওয়া অনুদানের সঠিক খরচ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য়েরই মন্ত্রী। যখন তিনি এই বক্তব্য রাখছেন, তখন তাঁর পাশে বসে ছিলেন স্থানীয় বিধায়ক খোকন দাস, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকরা।
এই ঘটনায় তৃণমূলকে (TMC) নিশানা করেছে বিরোধীরা। পূর্ব বর্ধমানের কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, 'একদম বাস্তব কথা বলেছেন। যে অনুদানের টাকা ক্লাবগুলোকে দেওয়া হয়েছে যে মিশন নিয়ে দেওয়া হয়েছিল যে ক্লাবগুলোর ক্রীড়ার উন্নতির জন্য়। আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি যে সেই ভাবে কোনও জায়গায় টাকা ব্য়বহারই হয়নি।'
বিজেপির বর্ধমান জেলা কমিটির সভাপতি অভিজিৎ তা বলেন, 'তৃণমূল সরকার চেয়েছিল যে ক্লাবগুলোকে টাকা দিয়ে ভোট কেনা হবে। ভোট কেনার রাজনীতি করতে চেয়েছিলেন ওঁরা। যদি সত্য়ি কোনও দুর্নীতি হয়ে থাকে তাহলে অডিটর দিয়ে অডিট করানো উচিত। এতদিনে ওনার হুঁশ ফিরছে।'
তাহলে কি ক্লাবের বিরুদ্ধে সরকারি অনুদান নয়ছয়ের অভিযোগ খোদ মন্ত্রীর? রাজ্যের ক্লাবগুলোর উন্নয়নের জন্য অনুদান দেয় রাজ্য়ের তৃণমূল সরকার। ইতিমধ্যেই একাধিক দুর্নীতির অভিযোগ ও একাধিক কেন্দ্রীয় এজেন্সির তদন্ত ঘিরে তোলপাড় চলছে রাজ্য়ে। তার মধ্য়েই অনুদান নিয়ে খোদ মন্ত্রীর এমন মন্তব্য়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: আঙুলের ছাপে আর নগদ নয়! প্রতারণা রুখতে বড় পদক্ষেপ