Bardhaman Station:বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃত আরও ১, আতঙ্ক বাড়াচ্ছে উত্তরপাড়া স্টেশনের জলের ট্যাঙ্ক
1 More Dead: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল আরও একজনের! এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারে। এদিকে বর্ধমানের পর এবার হুগলির উত্তরপাড়া স্টেশনে আতঙ্ক বাড়াচ্ছে জরাজীর্ণ জলের ট্যাঙ্ক।
কমলকৃষ্ণ দে, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সুনীত হালদার, বর্ধমান ও হুগলি: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল আরও একজনের! এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারে। এদিকে বর্ধমানের পর এবার হুগলির উত্তরপাড়া স্টেশনে আতঙ্ক বাড়াচ্ছে জরাজীর্ণ জলের ট্যাঙ্ক।
আতঙ্কের ছবি...
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বেঘোরে মৃত্যুর তালিকায় জুড়ল আরও একজনের নাম। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক-বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল চার। মৃতের নাম সুধীর সূত্রধর। পেশায় শ্রমিক, বছর চৌষট্টির সুধীরের বাড়ি মেমারির কলেজ পাড়ায়। পরিবারের দাবি, গত বুধবার দুর্ঘটনার সময়, বাড়ি ফেরার ট্রেন ধরবেন বলে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে বসেছিলেন তিনি। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক-সমেত মাথার ওপর শেড ভেঙে পড়ায়, গুরুতর জখম হন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের CCU-তে ভর্তি থাকাকালীন শনিবার সন্ধেয় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের ছেলে। মৃতের ছেলে, গোপাল সূত্রধরের কথায়, 'রেলের গাফিলতি আছেই না হলে তো এটা ঘটে না...কদিন ধরেই জল পড়ছিল...লক্ষ্য করেনি...যার জন্য আমার বাবাকে চলে যেতে হল।' বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় এই নিয়ে এক মহিলা-সহ ৪ জনের মৃত্যু হল। বর্ধমানে যখন ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে গেছে, তখন হুগলির উত্তরপাড়া স্টেশনে জলের ট্যাঙ্কের অবস্থাও তথৈবচ। স্টেশনের গায়েই রয়েছে জলের এই বিশাল ট্যাঙ্ক! ট্রেন ধরার জন্য এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় যাত্রীদের।
হুগলির ছবি...
ধরা লোহার খাঁচার ওপরে জলের ট্যাঙ্ক। বেরিয়ে এসেছে কংক্রিটের কাঠামো। স্থানীয়দের দাবি, মাঝেমধ্যেই খসে পড়ে চাঙড়। এখন প্রশ্ন হচ্ছে, বর্ধমানকাণ্ডের পরও কি ফিরল না হুঁশ? উত্তরপাড়া স্টেশনে জীর্ণ ট্যাঙ্কে আতঙ্ক! চাপে পড়ে দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছে রেল। পূর্ব রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বললেন, 'দ্রুত ইন্সপেকশন হবে...এক সপ্তাহের মধ্যে সেরে ফেলব...বিপজ্জনক বা চালু রাখা উচিত নয় মনে হলে দ্রুত অ্যাকশন নেব।' অমৃত স্টেশন প্রকল্পের আওতাধীন বর্ধমান স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে রেলের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। এবার আরেক স্টেশনেও ভয় ধরাচ্ছে মাথার ওপরে থাকা জলের জীর্ণ ট্যাঙ্ক!!!
আরও পড়ুন:গণবিবাহে ১২১ জোড়া পাত্র-পাত্রীকে সোনার গয়না-TV উপহার, ভবিষ্যতের কথা ভেবে জীবনবীমাও