East Burdwan: কালনার বাস থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে ২
East Burdwan News: শিকারপুর থেকে বর্ধমানগামী ওই বাসে করে আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা। গ্রেফতার দুই ব্যক্তির নাম কুতুবুদ্দিন মণ্ডল ও মনসুর মণ্ডল।
রাণা দাস, কালনা (পূর্ব বর্ধমান): এবার বাস থেকে মিলল আগ্নেয়াস্ত্র (Arms Rescued)। পূর্ব বর্ধমানের কালনার (Kalna) ঘটনায় ছড়াল চাঞ্চল্য। কালনার নাদন ঘাটের হেমায়েতপুর মোড়ে বাস থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে এদিন নাদন ঘাট থানার পুলিশ আচমকাই হানা দেয় ওই বাসে।
গোপন সূত্রে খবর মিলেছিল আগেই। সেই তথ্যের ভিত্তিতেই নাদন ঘাট থানার পুলিশ আচমকাই এদিন হানা দেয় হেমায়েতপুর মোড়ের ওই বাসে। সেখান থেকে উদ্ধার হয়েছে ৩টি রাইফেল ও ২টি পাইপ গান। এছাড়া উদ্ধার হয়েছে নগদ বেশ কিছু টাকা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দু'জনকে।
শিকারপুর থেকে বর্ধমানগামী ওই বাসে করে আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা। গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম কুতুবুদ্দিন মণ্ডল ও মনসুর মণ্ডল। এদের মধ্যে কুতুবুদ্দিন মণ্ডলের বাড়ি ডোমকলের শাহেজাদা গ্রামে। অপর জনের বাড়ি নাদন ঘাট থানার অন্তর্গত গোকর্ণ গ্রামে।
এর আগেও বহু জায়গা থেকে বহুবার আগ্নেয়াস্ত্র পেয়েছে পুলিশ। কলকাতাতেও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। খুনের উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতীদের ধরতে গিয়ে ভাঙড়ে (Vangar) মেলে অস্ত্রের (Fire Arms Recovered ) হদিশ। ৪ জনকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ (Kasipur Police Station)। প্রচুর অস্ত্র, গুলি উদ্ধার করা হয়। সেখানেও গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ের রাধানগর এলাকায় হানা দেয় পুলিশ। হাতেনাতে পাকড়াও করে চার দুষ্কৃতীকে। ধৃতরা উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দেশি পাইপগান, প্রচুর আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি। পুলিশের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, খুনের উদ্দেশ্যেই অস্ত্র আনা হয়েছিল। কাকে খুনের উদ্দেশ্যে ছিল, অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, তার তদন্ত শুরু করে কাশীপুর থানার পুলিশ।
আরও পড়ুন: Republic Day 2022: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সতর্কতা বর্ধমানেও, শহরের জনবহুল এলাকায় স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি