Suvendu Adhikari: শুভেন্দুর সভা ঘিরে জটিলতা, অনুমতি মিলল না মহকুমাশাসকের
Suvendu's Meeting Cancel: আজ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে জনসভা করছেন না শুভেন্দু অধিকারী, কিন্তু কেন ?
পূর্ব বর্ধমান: আজ পূর্ব বর্ধমানের (East Burdwan) দেওয়ানদিঘিতে শুভেন্দুর সভা ঘিরে জটিলতা। শুভেন্দুর সভায় অনুমতি মিলল না মহকুমাশাসকের। মঙ্গলবার মহকুমাশাসকের দফতর থেকে চিঠি পাঠানো হয়েছে বিজেপি নেতৃত্বকে। চিঠিতে পুলিশের আপত্তি থাকার উল্লেখ।পুলিশের আপত্তি থাকায় সভার অনুমতি দেওয়া সম্ভব নয়, জানিয়েছেন মহকুমাশাসক। আজ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে জনসভা করছেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সাংবাদিক বৈঠক করে পরে নিজের বক্তব্য জানাবেন বিরোধী দলনেতা।
প্রকাশ্য সভা থেকে ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুরবদল (December Deadline)। তার নতুন ব্য়াখ্য়া দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর একই সঙ্গে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা। বললেন, 'বড় চোরটাকে আমার ওপর ছেড়ে দিন। তারিখ বদলাবে, মাস বদলাবে, সাল বদলাবে না।' সাম্প্রতিক কালে বার বার বঙ্গ-বিজেপি (BJP) নেতাদের মুখে ডিসেম্বর 'ডেডলাইন' শোনা গিয়েছে। ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মন্তব্য করেছিলেন খোদ শুভেন্দু। সেই অনুযায়ী, শুভেন্দুর বেঁধে দেওয়া 'ডেডলাইন'-এর শেষ দিন ছিল বুধবার। বাকি দু'দিনের মতো সেই অনুযায়ী বড়সড় কোনও রাজনৈতিক ঘটনা ঘটেনি। আর তারপর নিজের এলাকা কাঁথিতে দাঁড়িয়ে, নিজের দেওয়া ডেডলাইন নিয়ে নতুন ব্য়াখ্য়া দিলেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, 'আমি বলেছিলাম, যে তিনটি ইম্পর্ট্য়ান্ট ডে'র কথা, ডিসেম্বর মাসের কথা। আমি কখনওই বলিনি, সরকার আমরা বদলে দেব। আপনারা কী চান? এমএলএ ভেঙে সরকার বদলে যাক? না ভোটে জিতে সরকার আসুক? আমরা ভোটে জিতে বিজেপি-কে ক্ষমতায় আনব। ভোটে জিতেই বিজেপি পশ্চিম বাংলায় আসবে, রাষ্ট্রবাদী সরকার হবে, ডবল ইঞ্জিন সরকার হবে। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে।'
আরও পড়ুন, জামতাড়া গ্যাংয়ের প্রতারণার ফাঁদে CESC গ্রাহক !
অপরদিকে, আসানসোলে শুভেন্দু অধিকারীর সফায় পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায় এবার একহাত নিলেন কুণাল ঘোষ। এদিন সাতসকালে টুইটে তোপ দেগেছেন তিনি। কুণাল ঘোষ বলেন, 'আসানসোল অঘটনের সময় শুভেন্দু পালিয়ে গেল। কলকাতা, দিল্লি, কাঁথিতে কর্মসূচিতে যাচ্ছে। কিন্তু এখনও আসানসোলের মৃত ও আহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াল না কেন ? অমানুষিক। অমানবিক। সস্তার রাজনীতির কারবারি। কেন প্রশ্ন উঠছে না ?' প্রসঙ্গত, আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বালিকা-সহ ৩ জনের। মৃত চাঁদমণি দেবী আসানসোলের কাল্লার বাসিন্দা, ঝালি বাউড়ি ও ১২ বছরের প্রীতি সিংয়ের বাড়ি রামকৃষ্ণডাঙায়। পদপিষ্টের ঘটনায় ৮ জন আহত হন। স্থানীয়দের দাবি, গতকাল কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার প্রায় ৫টি ওয়ার্ড থেকে লোক এসেছিল। শুভেন্দু অনুষ্ঠানস্থল ছাড়তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় সকলেই শুভেন্দুর সঙ্গে সভাস্থল ছাড়েন। কম্বল বিলি দেখভালের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরাও ভিড়ের চাপে দিশাহারা হয়ে পড়েন। শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর ঘটনায় ৬ বিজেপি যুব মোর্চার নেতাকে (BJP Leader) গ্রেফতার করে পুলিশ।