Katwa Crime News : প্রথমে চুম্বন, তারপর 'গুলি', 'বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়' প্রেমিকের সঙ্গে এ কী করল প্রেমিকা ?
Girlfriend Allegedly Tried To Shot Lover: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিককে গুলি করে ‘খুনের চেষ্টা’ করে তাঁর প্রাক্তন। জানা গিয়েছে, ওয়ান শটার চালিয়ে সে প্রাণ ছিনিয়ে নিতে চেয়েছিল প্রেমিকের
রানা দাস, পূর্ব বর্ধমান : এ যেন ঠিক সিনেমা। প্রেমিকের সঙ্গে দেখা করতে চেয়ে গলিতে ডাকা। খুব কাছাকাছি দাঁড়িয়ে প্রেমিক ও প্রেমিকা। চোখে চোখ। তারপর চুম্বনও । আর ঠিক তারপর প্রেমিকের বুকে লাগল আগ্নেয়াস্ত্রর নল। এক মুহূর্তেরও কম সময়ে প্রেমিকের ছিটকে সরে যাওয়া। আর প্রেমিকার বন্দুক থেকে বের হওয়া বুলেটটি প্রেমিকের জ্যাকেট ছুঁয়ে বেরিয়ে যাওয়া। একচুলের জন্য প্রাণে বেঁচে যাওয়া।
ঠিক এমনটাও ঘটল বর্ধমানের (burdwan) কাটোয়া (Katwa) শহরে। জানা যাচ্ছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিককে গুলি করে (shot)) ‘খুনের চেষ্টা’ করে তাঁর প্রাক্তন। জানা গিয়েছে, ওয়ান শটার চালিয়ে সে প্রাণ ছিনিয়ে নিতে চেয়েছিল প্রেমিকের। অন্তত এমনটাই দাবি অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া যুবকটির। কাটোয়া শহরের সার্কাস ময়দানে (Circus Maidan) ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা।
আরও পড়ুন :
বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, মায়ের বিরুদ্ধে দু’বছরের মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ
আর একটু হলেই চলে যেত প্রাণ। প্রেমিকার গুলি থেকে কোনওমতে রক্ষা পায় প্রেমিক। অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে পুলিশ ।
প্রশ্ন উঠছে, ওই যুবতী আগ্নেয়াস্ত্র পেল কীভাবে। পুলিশের ধারণা, মাঝে ঝাড়খণ্ডে গিয়েছিলেন ওই তরুণী । সেখানেই বেশ কিছু মাস কাটিয়ে আসে সে। তবে কি সেখান থেকে পরিকল্পনা করে এসে বন্দুর জোগাড় করে সে ?
অভিযোগকারীর মতো, না হয়েছিল কোনও কথা, না বাদানুবাদ। শুরু দর্শন...চুম্বন ও তারপর গুলি। ঠিক হালফিলের ক্রাইম সিনেমার দৃশ্যের মতো ঘটনা ঘটে গেল কাটোয়ায়। এখনও ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি ওই যুবক।
স্থানীয় সূত্রে খবর, কাটোয়ার কেশিয়ার বাসিন্দা ওই যুবকের সঙ্গে তরুণীর বছরতিনেকের প্রেম। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই সেই সম্পর্কে চিড় ধরে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন যুবক। সেই আক্রোশবশতই গুলি বলে প্রাথমিক তদন্তে অনুমান। প্রেমিককে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ।