East Burdwan: বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ ৩ গাড়ির, আহত ২
East Burdwan News: এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের কলকাতা থেকে দুর্গাপুরগামী লেনে দুর্ঘটনা ঘটে। রাস্তায় তেল ছড়িয়ে পড়ায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে, পরপর ৩টি গাড়ির সংঘর্ষ। আহত ২। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তেলের ট্যাঙ্কার। সকাল ১০টা নাগাদ বর্ধমানের মিরছোবা এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের কলকাতা থেকে দুর্গাপুরগামী লেনে দুর্ঘটনা ঘটে। রাস্তায় তেল ছড়িয়ে পড়ায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল।
ঠিক কী হয়েছিল?
সেই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত ভারী ভারী তেলের ট্যাঙ্কার যাওয়া আসা করে। এদিনও ঠিক তেমনই একটি তেলের ট্যাঙ্কার সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু সেই রাস্তায় হঠাৎই একটি ট্রাক চলে আসে ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে ওয়েল ট্যাঙ্কের পিছনে ধাক্কা মারে এরপরই আরও একটি বোলেরো গাড়ি ও গতি সামলাতে না পেরে তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারলে তেলের ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তেলের ট্যাঙ্কার থেকে তেল গোটা রাস্তায় ছড়িয়ে পরে। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।
নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাংচার দোকানে ঢুকে পড়ল গ্যাস ট্যাঙ্কার-
নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাংচার দোকানে ঢুকে পড়ল গ্যাস ট্যাঙ্কার। ঘটনাটি ঘটেছে শক্তিগড় (Shaktigarh) থানার আমড়া এলাকার ল্যাংচা বাজারের। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শক্তিগড় থানার আমড়া এলাকার একটি ল্যাংচার দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল একটি গ্যাস ট্যাঙ্কার। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারত। বরাত জোরে এদিন প্রাণে বাঁচেন সেখানে উপস্থিত থাকা বেশ কয়েকজন ব্যক্তি। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতা থেকে দুর্গাপুর অভিমুখে যাওয়া একটি এলপিজি গ্যাসের ট্যাঙ্কার শক্তিগড়ের ল্যাংচা বাজার এলাকার কাছে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে একটি ল্যাংচার দোকানে ঢুকে যায়। ধাক্কা মারে সেখানে। সেই সময়ে দোকানে ছিলেন বেশ কয়েকজন। কিন্তু ভাগ্যক্রমে সেখানে উপস্থিত কোনও ব্যক্তির আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। তবে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ল্যাংচার দোকান।