রাণা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান) : তীব্র দাবদাহের পরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাজুড়ে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। অল্প-বিস্তর ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সুবাদে সন্ধের পর থেকে একাধিক জায়গায় কিছুটা- মুক্তি মিলেছে গরমের দাপট থেকে। যদিও কালবৈশাখী ঝড়ের দাপটে কাটোয়া এলাকার একাধিক জায়গা জুড়ে বিপর্যয়ের ছবি। ঝড়ের মাঝে তার ছিঁড়ে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় ঝড়ে দাপটে গাছ উল্টে পড়ে। কেতুগ্রামে মর্মান্তিকভাবে ঝড়ে গাছ পড়ে এক ক্লাস সিক্সের স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।


ট্রেন চলাচলে বিঘ্ন


সকাল থেকে সূর্যের তেজে কার্যত দগ্ধ হওয়ার পর সন্ধে নাগাদ বৃষ্টিতে ভেজে কাটোয়া এলাকা। বিকেল নাগাদ আকাশ কালো করে মেঘের পর ঝড়-বৃষ্টি শুরু হয়। যে সময়ই কাটোয়া-আজিমগঞ্জ শাখায় তার ছিঁড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিকেল সাড়ে ৫ টা থেকে সন্ধে সাড়ে ৯ টা, প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। যে সময় এই রুটে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। রাতের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কাটোয়া-বর্ধমান লাইনের সমস্ত ট্রেন বাতিল করা হয়।


আটকে পড়ে দূরপাল্লার ট্রেনও


ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার সময় ৪ ঘণ্টার মতো সময় গঙ্গাটিপুরী স্টেশনে আটকে ছিল তিস্তা-তোর্সা এক্সপ্রেস। হাওড়া-মালদা ইন্টারসিটির চাকা থমকে দাঁড়ায় কাটোয়া স্টেশনে। এছাড়া বিভিন্ন স্টেশনে একাধিক লোকাল ট্রেনও আটকে যায়। একাধিক ট্রেন আটকে পড়ায় চরম সমস্যায় পড়েন ট্রেনযাত্রীরা।


এদিকে, তীব্র গরমের নাগপাশ কাটিয়ে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই দফায় দফায় বৃষ্টি হবে আগামী দু'দিন। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সোমবার থেকে বৃষ্টির রেশ বাড়তে পারে। পাশাপাশি আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেই জানা যাচ্ছে।


আরও পড়ুন-অবশেষে স্বস্তির বৃষ্টি, ছিটেফোঁটার রেশ কাটিয়ে ঝমঝমিয়ে কবে থেকে ? কবে কমবে গরম ?