Katwa Hospital : নিম্নমানের খাবার পরিবেশন রোগীদের ! হাসপাতালের ক্যান্টিনে হানা বিধায়ক ও মহকুমা শাসকের, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি
MLA and SDO visit Katwa sub divisional Hospital : কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী সিদ্দিক শেখ জানান, ভাত অল্প দেয়। তরকারিতে নুন-ঝাল থাকে না। আর মাছের বদলে ডিম দেয়
রাণা দাস, কাটোয়া : কাটোয়া (Katwa) মহকুমা হাসপাতালে (Hospital) রোগীদের স্বাস্থ্যসম্মত খাবারের বদলে দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার (Low-quality Food)। হাসপাতালের ক্যান্টিনে হানা দিয়ে হাতেনাতে সেই খারাপ খাবার ধরলেন হাসপাতালের সুপার, বিধায়ক ও মহকুমা শাসক। দিলেন ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।
কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী সিদ্দিক শেখ জানান, ভাত অল্প দেয়। তরকারিতে নুন-ঝাল থাকে না। আর মাছের বদলে ডিম দেয়।
আরও পড়ুন ; লুকিয়ে হাসপাতালে টোটো চার্জ, তারপর? জানলে চোখ উঠবে কপালে
মাছের বদলে দেওয়া হয় ডিম। তাও আবার ভাঙা। খাওয়ার অযোগ্য তরকারিও। অনেক দিন ধরেই এই অভিযোগ তুলে আসছিলেন, পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালের রোগীরা। এবার সেই অভিযোগ খতিয়ে দেখতে হাসপাতালে গেলেন কাটোয়ার তৃণমূল বিধায়ক ও মহকুমাশাসক। ঢুঁ মারলেন হাসপাতালের ক্যান্টিনে।দেখা গেল, রোগীদের খাবারে মাছের বদলে দেওয়া হচ্ছে ডিম... তাও আবার অর্ধেক ভাঙা, কিছু আবার পচাও।
নিম্নমানের খাবার দেখে ক্ষুব্ধ বিধায়ক, মহকুমাশাসক দু’জনেই। রোগীরা অভিযোগ করছিলেন, খাবার নিম্নমানের হয়। এরপরই হাসপাতালের সুপার, মহকুমা শাসক, বিধায়ক ক্যান্টিনে হানা দেন। ডিম খেয়ে দেখেন পচা।
একটি ঠিকাদার সংস্থাকে হাসপাতালের রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু, যেখানে রোগীদের প্রতিদিন দুপুরে মাছ দেওয়ার কথা, সেখানে কেন দেওয়া হচ্ছে ডিম ? সে কথা জানতে চান হাসপাতাল সুপারও। সুপার সৌভিক আলম বলেন, বেশ কিছুদিন ধরেই খাবার নিম্নমানের দিচ্ছিল বলে অভিযোগ পাচ্ছিলাম। তাই হঠাৎ ভিজিট করে দেখি ডিম পচা। মাছ দেওয়ার কথা, সেখানে ডিম দিচ্ছে। তরকারি নিম্নমানের। এসব খেলে রোগীরা অসুস্থ হতে পারে।
যদিও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের দাবি, বাজারে মাছ না মেলায় বাধ্য হয়েই রোগীদের খাবারে ডিম দেওয়া হচ্ছে। এই হাসপাতালের ক্যান্টিনের ঠিকাদার শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তাড়াহুড়ো করায় ডিম ভেঙে গেছে, পচা নয়। নিয়ম মেনেই ভাল খাবার সরবরাহ করা হয়।
এপ্রসঙ্গে কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, কাটোয়ার মাছের বাজারে প্রচুর মাছ পাওয়া যায়, ঠিকাদার মিথ্যা কথা বলছেন। লিখিত জানাতে বলেছি কেন মাছ দেওয়া হল না ? ডিমটাও যে দিচ্ছে সেটা পচা ডিম।
ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহকুমা শাসক। কাটোয়ার মহকুমা শাসক জামেল ফতেমা জেবা বলেন, খাবার খারাপ দেখলাম। মাছ কেন দেওয়া হয়নি, লিখিত জানাতে বলেছি। রোগী কল্যাণ সমিতিতে এ নিয়ে আলোচনা করব।
হাসপাতাল সূত্রে খবর, রোগীদের ভাল খাবার সরবরাহে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।