Burdwan : "বহিরাগত প্রার্থী মানব না", বর্ধমানে ২১ নম্বর ওয়ার্ডে ব্যানার ঘিরে রাজনৈতিক চাপানউতোর
Purba Burdwan : বর্ধমানে পুরভোট কবে হবে, তার দিনক্ষণ এখনও ঠিক করেনি রাজ্য নির্বাচন কমিশন। কোনও রাজনৈতিক দলই, এখনও তাদের প্রার্থীদের নামও ঘোষণা করেনি
কমলকৃষ্ণ দে , বর্ধমান : বহিরাগত প্রার্থীর বিরোধিতা করে, বর্ধমান পুরসভার (Burdwan Municipality) ২১ নম্বর ওয়ার্ডে ব্যানার লাগানো হয়েছে। যাকে ঘিরে, তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
বর্ধমানে পুরভোট কবে হবে, তার দিনক্ষণ এখনও ঠিক করেনি রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। কোনও রাজনৈতিক দলই, এখনও তাদের প্রার্থীদের নামও ঘোষণা করেনি। তার মধ্যেই, বর্ধমান পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে এই ব্যানারকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর।
ব্যানারের একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অন্যদিকে, ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ২১ নং ওয়ার্ড নাগরিকবৃন্দের নাম করে দেওয়া পোস্টারে লেখা রয়েছে, ওয়ার্ডে কোনও, বহিরাগত প্রার্থী মানছি না, মানব না।
আরও পড়ুন ; মশার ধূপ থেকে অগ্নিকাণ্ড! তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করে রিপোর্ট তলব বর্ধমান মেডিক্যালের
বর্ধমানের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমরনাথ ধাওয়ান বলেন, বাইরে থেকে কেন প্রার্থী হবে, বাইরে থেকে এসে প্রার্থী হচ্ছে। তা যেন না হয়, তাই এটা দেওয়া হয়েছে।
স্থানীয়দের একাংশের এই দাবিকে সমর্থন করেছেন যুব তৃণমূল নেতাও। ২১ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা আকাশ কুমার সিংহ বলেন, ব্যানার কে লাগিয়েছে জানি না, বুঝতে পারছি মানুষের ক্ষোভ রয়েছে। বাইরে থেকে প্রার্থী করা হয়েছিল। সে কোনও কাজ করেনি।
এনিয়ে ২১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর শৈল ঘোষ বলেন, উন্নয়ন হয়েছে কি না, তা সাধারণ মানুষ বলতে পারবেন। আর প্রার্থী তো দল ঠিক করে, আমি চাইলেই হতে পারব না।
এই সুযোগে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন,
এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছু না। একবার কাউন্সিলার হতে পারলে পাঁচ বছরের জন্য তোলা নেওয়া যাবে এই ভাবনা থেকেই কে কাউন্সিলার হবে তার লড়াই।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এই পথ নিয়েছে বিরোধীরা। তবে তৃণমূলের প্রার্থী তালিকা ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দল যাকে প্রার্থী করবে তাকে জেতাতে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকরা লড়াই করবেন।
সব মিলিয়ে, ভোট ঘোষণা না হলেও, পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বর্ধমান।