Purba Medinipore News : বৌদির সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক, স্ত্রী-সাত মাসের মেয়েকে খুন করে সিলিং ফ্যানে ঝোলাল স্বামী !
Crime News : অভিযুক্তকে গণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। অভিযুক্ত যুবক ও তাঁর বৌদিকে আটক করেছে পুলিশ।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affair) জের। মহিষাদলে স্ত্রী ও সাত মাসের শিশুকন্যাকে খুন (Murder) করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তকে গণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। অভিযুক্ত যুবক ও তাঁর বৌদিকে আটক করেছে পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুর (Purba Medinipore) জেলার মহিষাদলের চক-গাজিপুরে।
স্থানীয় সূত্রে খবর, তমলুকের সোনম খাতুন (২৩)-এর সঙ্গে ২ বছর আগে বিয়ে হয় মহিষাদলের (Mahishadal) লক্ষা ১ নম্বর গ্রামপঞ্চায়েতের চকগাজীপুরের বাসিন্দা শেখ সলমনের। সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে তাঁদের। শুক্রবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে ফোন যায় সোনমের বাবা মইনুদ্দিন আলির কাছে। বলা হয়, কন্যা সন্তান সহ আত্মহত্যা করেছেন সোনম। সোনমের বাপের বাড়ির লোকজনের দাবি, সেখানে পৌছে তাঁরা দেখেন, মা-মেয়ের দেহ শোয়ানো রয়েছে খাটের ওপর।
সোনমের বাবার অভিযোগ, জামাইয়ের সঙ্গে তাঁর বউদির বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সে কথা সোমন জানতে পেরে যাওয়ায়, শুরু হয় অশান্তি। তার জেরেই এই জোড়া খুন। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা অভিযুক্ত সলমনকে মারধর করেন। পরে মহিষাদল থানার পুলিশ (Mahishadal Police Station) গিয়ে উদ্ধার করে নিয়ে আসে অভিযুক্তকে। পুলিশ ওই যুবক ও তাঁর বৌদিকে আটক করেছে। তবে মা ও মেয়ের এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই, জানা যাবে বলে জানিয়েছেন মহিষাদল থানার পুলিশ।
আরও পড়ুন- গভীর নিম্নচাপ বদলাবে ঘূর্ণাবর্তে, বঙ্গে কি প্রভাব পড়বে মোকার ?
প্রসঙ্গত, গত মাসে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মানিকপুরে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। মৃত্যু হয় বছর ৫৫-র মীনা দেবনাথ নামে ওই মহিলার। ৩৫ বছর আগে প্রেম করে বিয়ে। অভিযোগ, সম্প্রতি বছর সাতান্নর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় মাসকয়েক ধরে অশান্তি চলছিল। দম্পতির মধ্যে ঝগড়া শুনেছিলেন প্রতিবেশীরা। এরপরই উধাও হয়ে যান স্ত্রী। ক'দিন পরে বাড়ির কাছেই বাগানের ভিতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ।
আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস