Purba Medinipur: হাইকোর্টের নির্দেশের পরেই নথি সংগ্রহ শুরু জেলা প্রাথমিক শিক্ষা সংসদের
Purba Medinipur Update: জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ২৭ জুনের মধ্যে সব নথি প্রাথমিক শিক্ষা সংসদে জমা দিতে হবে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ২০১৪-এর প্রাথমিক টেটে দুর্নীতির অভিযোগে শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়েছে ২৬৯ জনকে। সেই তালিকায় রয়েছেন পূর্ব মেদিনীপুরের ৩০ জনও। হাইকোর্টের নির্দেশে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত জেলায় যতজনের নিয়োগ হয়েছে, তাঁদের নথি সংগ্রহের কাজ শুরু করল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ছিলেন।' জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ২৭ জুনের মধ্যে সব নথি প্রাথমিক শিক্ষা সংসদে জমা দিতে হবে।
২০১৪’র প্রাথমিক টেটে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata highcourt)। প্রাথমিক শিক্ষকের পদ থেকে বরখাস্ত করা হয়েছে ২৬৯ জনকে। এই ২৬৯ জনের তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুরের ৩০ জনের নাম। তালিকায় রয়েছে, নন্দীগ্রাম (Nandigram) ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্চিতা প্রধানের নামও।
শুরু নথি সংগ্রহ:
এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত জেলায় যতজনের নিয়োগ হয়েছে, তাঁদের নথি সংগ্রহের কাজ শুরু করল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। চিঠি পাঠানো হয়েছে জেলার সমস্ত স্কুল পরিদর্শককে। ২০১৭-র ফেব্রুয়ারি থেকে ২০২২-এর এপ্রিল পর্যন্ত পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) ৭৭৯ জন প্রাথমিকে চাকরি পেয়েছেন। তাঁদের নিয়োগপত্র, চাকরিতে যোগদানের নথি, ২০১৪ সালে টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড, টেটে উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার অ্যাডমিট ও মার্কশিট। এমনকি, প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণের শংসাপত্রর ফটোকপিও জমা দিতে বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেছেন, 'হাইকোর্টের নির্দেশ জানতে চেয়েছে। কোর্টের নির্দেশ টেট কাউন্সিল সব চেয়েছে। তাই আমরা এটা শুরু করেছি।' আর এনিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
শুরু তরজা:
নন্দীগ্রামের বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, '১৮ বছর বয়স হয়নি চাকরি পাচ্ছে, এমনও আছে। আমার কাছে সব নথি আছে। সময়ে বলব। বেআইনি করলেই চাকরি যাবে।' মহিষাদলের তৃণমূল বিধায়ক বলেন, 'যিনি এই অভিযোগ করছেন তিনি আয়নায় নিজের মুখটা দেখুন। তিনিই তো এখন এসবের প্রধান।'
আরও পড়ুন: রবিবার নির্বাচন, তার আগে অশোকের নিশানায় তৃণমূল, একই সুর বিজেপিরও






















