Panskura News: পুরভোটের আগেও কাটমানি কাঁটা, পাঁশকুড়ায় কাঠগড়ায় পুরসভা চেয়ারম্যান-সহ ২
Panskura News: পাঁশকুড়া পুরসভা বর্তমানে তৃণমূলের হাতেই পরিচালিত। তার চেয়ারম্যান নন্দ মিশ্র রয়েছেন অভিযোগের কেন্দ্রে।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের আগে কাটমানির (Cut Money) অভিযোগ ঘিরে উত্তাল হয়েছিল বাংলার রাজনীতি। পুরভোটের (West Bengal Municipal Election 2022) আগেও এ বার কাটমানির অভিযোগে উঠে এল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur News) থেকে। কাটমানি নেওয়ার অভিযোগে সেখানকার পাঁশকুড়া (Panskura News) পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সইদুল আলম খান এবং কাউন্সিলর শেখ সমীরুদ্দিন বিরুদ্ধে পোস্টার পড়েছে। একই সঙ্গে চলছে লিফলেটও। আসাধু উপায়ে তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (Indian National Trinamool Trade Union Congress/INTTUC) জায়গা বিক্রির অভিযোগ তাঁদের বিরুদ্ধে।
পাঁশকুড়া পুরসভা বর্তমানে তৃণমূলের হাতেই পরিচালিত। তার চেয়ারম্যান নন্দ মিশ্র রয়েছেন অভিযোগের কেন্দ্রে। এলাকার বাসিন্দাদের নাম করে তাঁর বিরুদ্ধে পোস্টার এবং লিফলেট উঠে এসেছে। তিনি যদিও অভিযোগ অস্বীকার করেছেন। পুরভোটের আগে বিজেপি তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন। বিজেপি (BJP) পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণে শান দিয়েছে।
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভা ওয়ার্ডে নির্বাচন। আর এ বছর সেপ্টেম্বরেই পাঁশকুড়া পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে কাটমানির অভিযোগে তেতে উঠছে এলাকার রাজনৈতিক পরিবেশ। অভিযোগ উঠছে, পাঁশকুড়া বাজারের পাশে পূর্ত দফতরের জায়গায় আইএনটিটিইউসি-র দফতর রয়েছে। তার পাশেই রয়েছে একটি ফাঁকা জমি। জমি মাফিয়াদের সঙ্গে মিলে ওই তিনজন মিলে সেটি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ।
আরও পড়ুন: Anish Khan: পুলিশ যদি দোষ করে ব্যবস্থা নেবে সরকার, আনিস খুনের ঘটনায় প্রতিক্রিয়া অরূপ রায়ের
যদিও নন্দর বক্তব্য, ‘‘নির্বাচন আসছে। তাই বাজার গরম করার জন্য অসৎ উপায়ে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করা হচ্ছে। আমি খোঁজ নিচ্ছি।’’
অন্য দুই নেতা সইদুল ইসলাম খান এবং শেখ সমীরুদ্দিনও অভিযোগ অস্বীকার করেছেন। তবে যে জায়গাটি ঘিরে বিতর্ক, সেটি তৃনমূলের পতাকা-সহ বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের অভিযোগ, এর পিছনে বিজেপি-র হাত রয়েছে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে ইতিমধ্যেই। গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে জেরবার, তাই দলের লোকেরাই এসব করছে বলে পাল্টা খোঁচা দিয়েছে তারা।