Purba Medinipur Weather: আজ ও আগামীকাল দফায় দফায় বৃষ্টি, বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে
Weather forecast of Purba Medinipur: আগামীকাল, শনিবারও আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
পূর্ব মেদিনীপুর: আজ শুক্রবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। যদিও অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। এদিন UV Index- ৬ এর আশেপাশে রয়েছে। আজ, পূর্ব মেদিনীপুর জেলার আকাশ দিনভর মেঘলা থাকবে। সারাদিনই বৃষ্টি হতে পারে। জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এ দিন জেলায় হাওয়ার গতিবেগ ৭ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে অনেকটা। (Weather forecast of Purba Medinipur-Digha)। জেলায় এদিন সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
আগামীদিনে কেমন আবহাওয়া:
আগামীকাল জেলায় তাপমাত্রাও মোটামুটি একইরকম থাকবে। আগামীকালও আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার সকাল থেকেই বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দিনভর আকাশ মেঘলা থাকবে। শনিবার বিকেলের দিকে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল পূর্ব মেদিনীপুরের দিনের বেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। Real Feel তুলনায় বেশি হবে। UV-Index-৪ থাকবে। বিকেলের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে শনিবার জেলায় কোনও কোনও এলাকায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে।
জেলার ইতিহাস
পূর্ব মেদিনীপুর (purba medinipur) জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬ টা বেজে ২৯ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫টা বেজে ১ মিনিটে।