Purulia News: বাগানবাড়িতে জেলফেরত যুবকের রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের
Purulia News: বছর দুয়েক আগে গ্রামেরই এক নাবালিকা কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বৃহস্পতির বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করে পুলিশ। জামিনে মুক্তি পেয়ে বেশ কিছু দিন আগে বাড়ি ফেরেন বৃহস্পতি।
হংসরাজ সিংহ, পুরুলিয়া: যুবকের রহস্য মৃত্যুতে (Mysterious Death) চাঞ্চল্য পুরুলিয়ায়। বাড়ি থকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তবে এর পিছনে পুরনো শত্রুতা থাকতে পারে বলে মনে করছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে তারা। কয়েক বছর আগে, একটি শ্লীলতাহানির ঘটনায় পুলিশের খাতায় মৃত (Alleged Murder) যুবকের নাম উঠেছিল বলে জানা গিয়েছে।
পুরুলিয়া (Purulia News) জেলার কাশীপুর থানার অন্তর্গত ভাটিন গ্রামের ঘটনা। মৃত যুবকের নাম বৃহস্পতি মাহাতো। বয়স ২৫ বছর। বাড়ি থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরের একটি বাগানবাড়িতে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।তাঁরাই যুবকের পরিবারের লোকজনকে খবর দেন। তার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ।
আরও পড়ুন: Birbhum News: মাস্ক, দূরত্বের বালাই নেই, ১৫ জানুয়ারি পর্যন্ত রামপুরহাট পুরসভায় কড়া বিধিনিষেধ
মৃত যুবকের পরিবার জানিয়েছে, রবিবার সন্ধেয় কয়েক জন অজ্ঞাত পরিচয় যুবক বৃহস্পতিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তার পর রাতে আর বাড়ি ফেরেননি বৃহস্পতি। বহু বার চেষ্টা করেও, মোবাইল ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফোন বাজতে থাকলেও কেউ ধরেনি। তার পরই সকালে বাগানবাড়িতে তাঁর দেহ পড়ে রয়েছে বলে খবর পান পরিবারের লোকজন। বৃহস্পতির মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ছিল বলে দাবি স্থানীয়দের।
বৃহস্পতির পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে গ্রামেরই এক নাবালিকা কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বৃহস্পতির বিরুদ্ধে। সেই সময় তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহ (Molestation) থেকে শিশু সুরক্ষা আইনে (পকসো/POCSO) মামলাও দায়ের হয়। তাঁকে গ্রেফতার করে পুলিশ।
জামিনে মুক্তি পেয়ে বেশ কিছু দিন আগে বাড়ি ফেরেন বৃহস্পতি। তার পর থেকে মোটামুটি স্বাভাবিকই ছিল। আচমকা তাঁর রহস্য মৃত্যু ঘটল। পরিবারের লোকজনের সন্দেহ, পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে বৃহস্পতিকে। থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁরা। কাশীপুর থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এর পিছনে সত্যিই পুরনো শত্রুতার সংযোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।