Purulia News: লোকালয়ে ঢুকে পড়ল বুনো হাতি, দেখতে গিয়ে আহত বৃদ্ধ
Elephant: লোকালয়ে বুনো হাতি ঢুকে পড়ায় আহত হলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাটাডি রেল স্টেশন লাগোয়া গ্রাম এলাকায়।
সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়া (Purulia) এলাকায় বুনো হাতির (Elephant) তাণ্ডব লেগেই থাকে। নানা সময়ে লোকালয়ে বুনো হাতির ঢুকে পড়ার ঘটনা সামনে আসে। শুধু তাই নয়, বুনো হাতির তাণ্ডবে (Elephant Attack) গ্রামবাসীদের আক্রান্ত হওয়ার ঘটনাও জানা যায়। এবারও তেমনই ঘটনা জানা গেল। লোকালয়ে বুনো হাতি ঢুকে পড়ায় আহত হলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাটাডি রেল স্টেশন লাগোয়া গ্রাম এলাকায়।
বুনো হাতির হানায় আহত বৃদ্ধ-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার কাটাডি রেল স্টেশন লাগোয়া গ্রাম এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে একটি বুনো হাতি। বুনো হাতি ঢুকে পড়ার ঘটনায় আতঙ্ক দানা বাঁধে গ্রামবাসীদের মনে। দ্রুত হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। সঙ্গে সঙ্গে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীরা দ্রুত খবর দেন বন দফতরের কর্মীদেরষ জানা গিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা ও স্থানীয় আড়ষা থানার পুলিশ। সবাই মিলে হাতিটিকে আড়ষার মুদালি পাহাড়গোড়া এলাকার দিকে তাড়িয়ে দেয়। কিন্তু সেই সময়ই ঘটে যায় নিপত্তি। হাতি দেখতে গিয়ে বুনো হাতির হানায় গুরুতর আহত হত এক বৃদ্ধ। তাঁর হাতে ও পায়ে গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি ওই বৃদ্ধকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই ব্যক্তি।
আরও পড়ুন - Purulia News: মহিলাকে রিয়্যালিটি শোয়ে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
ক্ষতিপূরণের দাবি আহতের পরিবারের-
জানা যাচ্ছে, বুনো হাতির হানায় জখম ওই বৃদ্ধের নাম উকিল হেমব্রম। তাঁর বাড়ি আড়ষা থানা এলাকার রাধানগর গ্রামে। বৃদ্ধের আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন আহতের পরিবার। এখনও পর্যন্ত হাতিটিকে জঙ্গলে ফেরত না পাঠাতে পারলেও সেটির গতিবিধির উপর নজর রাখছেন বন দফতরের কর্মীরা।