Ram Navami 2025: রামনবমীতে অস্ত্র হাতে নাবালকদের মিছিল ! পুলিশের চোখে পড়তেই..
Ram Navami 2025 Hooghly Arms Rescue : রামনবমীর মিছিলে অস্ত্র !

হুগলি: সিউড়িতে রামনবমীর মিছিল থেকে অস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ। সিউড়ির শুঁড়িপাড়াতে হিন্দু জাগরণ মঞ্চের শোভাযাত্রায় অস্ত্র হাতে নাবালকদের মিছিল, অস্ত্র বাজেয়াপ্ত পুলিশের। তবে শুধু, সিউড়ি নয়, উত্তর ২৪ পরগনার বারাসাত, মুর্শিদাবাদের বহরমপুরেও দেখা গিয়েছে অস্ত্র হাতে মিছিল।
কেষ্টপুরে রামনবমীর মিছিল আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অনুমতি থাকা সত্ত্বেও মিছিল যেতে দিচ্ছে না পুলিশ, মিছিল আটকানোর অধিকার কারও নেই, মন্তব্য করেন লকেট চট্টোপাধ্যায়। পুলিশের ব্যারিকেড এড়িয়ে অন্য পথ ধরে এগোয় মিছিল। রামনবমী উপলক্ষ্যে মালদায় অস্ত্র নিয়ে, সাউন্ড বক্স বাজিয়ে মিছিল। দেখা গেল হিন্দু-মুসলিম সৌভ্রাতৃত্বের ছবি। রামনবমী উদ্যাপন সমিতির মিছিলে ফুল ছুড়ে, মিষ্টি মুখ করিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুসলিমরা। মিছিলে যোগ দেওয়ার কথা ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ও মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর।
রামনবমীর শোভাযাত্রায় যোগ দিতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে উত্তর দিনাজপুরের ইসলামপুরে রাস্তায় বসে পড়লেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পাল। তাঁর অভিযোগ, চোপড়া এবং আরও কয়েকটি জায়গা থেকে ট্যাবলো নিয়ে আসতে বাধা দেয় পুলিশ। প্রতিবাদ জানাতে আধঘণ্টা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদ। এদিন অগ্নিমিত্রা পাল বলেন,'ছোটবেলা থেকে সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র দেখেছি। যদি সংখ্যালঘুদের মহরমে অস্ত্র নিয়ে মিছিল করার অনুমতি দেওয়া হয়, তাহলে সনাতনী হিন্দুদের অনুমতি দিতে বাধা কোথায়? প্রশ্ন তুললেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। হুঁশিয়ারি দিলেন, মিছিলে বাধা দিলে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধও হবে।'
রামনবমীতে অস্ত্র মিছিলের পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা সজল ঘোষ। বললেন, কোনও কোনও সময় ধর্মকে রক্ষা করতে অস্ত্র হাতে নেওয়ার দরকার পড়ে। এদিন মধ্য হাওড়ার কদমতলা থেকে শুরু হয় রামনবমীর মিছিল। যোগ দেন বিজেপি নেতা সজল ঘোষ। রামরাজাতলায় রাম মন্দির পর্যন্ত এই মিছিল যাবে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















